রোনালদো মেসিকে হারিয়ে দিতেই গেছেন জুভেন্টাসে

তিন শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতার কারণে রোনালদো মেসির চেয়ে এগিয়ে থাকবেন বলে মনে করেন রায়ান গিগস। ফাইল ছবি
তিন শীর্ষ লিগে খেলার অভিজ্ঞতার কারণে রোনালদো মেসির চেয়ে এগিয়ে থাকবেন বলে মনে করেন রায়ান গিগস। ফাইল ছবি
>ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদের পর রোনালদোর অভিজ্ঞতার ঝুলিতে যোগ হতে যাচ্ছে জুভেন্টাসের নাম। ইউরোপের দুটি বড় ক্লাবে নিজেকে সেরা হিসেবে প্রমাণ করেছেন রোনালদো। এখন ক্যারিয়ারে নতুন চ্যালেঞ্জ নিতে এই পর্তুগিজ তারকা যাচ্ছেন ইতালির এই ক্লাবে। আর বিষয়টি মেসির চেয়ে এগিয়ে রাখছে তাঁকে

মেসি সেরা, না রোনালদো? এক দশক ধরে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশিবার উত্থাপিত প্রশ্ন। বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দিক থেকে দুজনেই সমান। পাঁচবার করে জিতেছেন দুজনই। ক্লাবের হয়ে সাফল্যেও কেউ পিছিয়ে নেই। একজন লিগ বেশি জিতেছেন তো আরেকজন চ্যাম্পিয়নস লিগ।

জাতীয় দলের হয়েও সাফল্যে এগিয়ে রোনালদো, জিতেছেন ইউরো। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ রায়ান গিগস আরেকটি দিক বিবেচনায় এগিয়ে রাখছেন রোনালদোকে। তিনটি দেশের তিনটি জনপ্রিয় ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে রোনালদোর। আর মেসি তো সেই বার্সেলোনাতেই পড়ে আছেন।

স্পোর্টিং সিপির তরুণ রোনালদোকে ঠিকই চিনেছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। নিয়ে এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০০৩-২০০৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের এই ক্লাবে খেলেছেন। ২০০৯ সালে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে তাঁকে দলে নেয় রিয়াল মাদ্রিদ। ৯ বছর সেখানে খেলার পর এই মৌসুমে জুভেন্টাসে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগিজ তারকা। সেখানেও তিনি সাফল্য পাবেন—এমনটাই ধারণা করা হচ্ছে।

রোনালদো যে চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, সেটি আবারও প্রমাণ করলেন। আর এই বিষয়টিই মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখবে বলে মনে করেন ইউনাইটেডের সাবেক তারকা খেলোয়াড় গিগস, ‘মেসিকে টপকানো রোনালদোর কাছে পণ করার মতো। এখন তার কাছে তর্কে জেতার মতো বেশ কিছু বিষয় রয়েছে। সে ইংল্যান্ডে সাফল্য পেয়েছে, সাফল্য পেয়েছে স্পেন ও পর্তুগালেও। তাই সে এখন দেখাতে চায়, হ্যাঁ, আমি এটা ইতালিতেও করে দেখাব। তাদের মধ্যে কে সেরা—এই তর্ক যখন উঠবে তখন সেই তর্কে জেতার জন্য রোনালদোর বলার মতো অনেক কিছু থাকবে।’

গিগস জানেন, সিরি ‘আ’ খুব সহজ জায়গা নয়। তবু ওয়েলসের সাবেক তারকার মতে রোনালদোর ভবিষ্যতের পারফরম্যান্স দেখাটা দারুণ হবে, ‘আপনার সিভিতে যখন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসে খেলার অভিজ্ঞতা যোগ হবে, এটা বিশেষ কিছু। কিন্তু এটা তার জন্য চ্যালেঞ্জই হবে।’

দুই বছর আগেও মেসি-ভক্তদের মুখে শোনা যেত, মেসিই সর্বকালের সেরা। রোনালদো তখন এসব শুনে দমে যাননি। দুই বছরে বদলে দিয়েছেন অনেক আলোচনাই। কে সেরা এই তর্কে জিততে হলে সামনের কটি বছর এই দুই মহাতারকার দুজনের জন্যই গুরুত্বপূর্ণ। বার্সার হয়ে মেসির সাফল্য অনেক। তবে রোনালদো এখন পর্যন্ত দুটি বড় ক্লাবে নিজেকে প্রমাণ করেছেন। আরও একবার নিজেকে প্রমাণ করতে বেরিয়ে পড়েছেন। রোনালদো তো একদিক থেকে এগিয়েই আছেন!