জুভেন্টাসে নতুন চ্যালেঞ্জ নিয়েই রোনালদো

জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা জেতাতেই এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
জুভেন্টাসকে চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপা জেতাতেই এসেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৩ বছর বয়সী একজন খেলোয়াড়রে জন্য ১০৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি নেহাতই কম নয়। কিন্তু তিনি রোনালদো বলেই তাঁর পেছনে এত টাকা ঢালছে ইতালীয় ক্লাবটি। তিনি যে ফুরিয়ে যাননি এটা প্রমাণ করাই এখর রোনালদোর সামনে চ্যালেঞ্জ


ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৯ সালে যখন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে যখন রিয়াল মাদ্রিদে আসেন তখন তাঁর বয়স ২৪। গত নয় বছরে রিয়াল মাদ্রিদের হয়ে অনেক রেকর্ডই তিনি নিজের করে নিয়েছেন। বিশ্বসেরা খেলোয়াড় হয়েছেন, রিয়ালের হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। এত বছর পর মাদ্রিদ ছেড়ে তিনি ইতালির তুরিনে। গায়ে চাপাতে চলেছেন জুভেন্টাসের সাদা-কালো জার্সি। কিন্তু ৩৩ বছর বয়সে এই দলবদলে তিনি কী খুব বেশি সুবিধা করতে পারবেন? কিন্তু রোনালদো বলেই কথাটা ধোপে টিকছে না। চ্যালেঞ্জ নেওয়াটা তো তাঁর মজ্জাগতই। রোনালদো নিজেই জানিয়েছেন নতুন চ্যালেঞ্জের খোঁজেই তিনি জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন।

জুভেন্টাসের হয়ে মাঠে নামার আগে নিজের সমালোচকদের আরেকবার ধুয়ে দিয়েছেন, ‘আমার বয়সী কোনো খেলোয়াড় সাধারণত চীন অথবা কাতারেই যায়। কিন্তু আমি জানি আমার মধ্যে এখনো জেতার খিদে রয়েছে। আমি জুভেন্টাসে নিজের সেরাটা দিতেই এসেছি। আমি প্রমাণ করতে এসেছি ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা রিয়ালের হয়ে যা করেছি সেটি জুভেন্টাসের হয়েও করতে পারব।’
রোনালদোর রিয়াল ছাড়াটাই অনেকের কাছে বড় ঘটনা। অনেকেই মনে করেছিলেন রিয়াল যদি পর্তুগিজ তারকা ছাড়েনও, ক্যারিয়ারের বাকিটা সময় তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো দলেই কাটিয়ে দেবেন। কিন্তু রোনালদো নাকি জেদ করেই তেমন কিছু করেননি, ,‘আমি তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো লিগে গিয়ে অনেক টাকা উপার্জন করতে পারতাম। কিন্তু আমি কখনোই আরাম-আয়েশে থাকতে চাই না। ফুটবল মাঠের নতুন নতুন চ্যালেঞ্জই আমাকে জুভেন্টাসে আসতে উদ্বুদ্ধ করেছে।’
নতুন গন্তব্য জুভেন্টাসের বিপক্ষে রোনালদোর রেকর্ডটা দারুণ। গত মৌসুমেই চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের অন্যতম সেরা গোলটি এই জুভেন্টাসের বিপক্ষে তাদেরই মাঠে করেছিলেন রোনালদো। তুরিনের দর্শকেরা দাঁড়িয়ে সম্মান জানিয়েছিল রোনালদোকে।
বড় ক্লাব বলেই জুভেন্টাসে এসেছেন রোনালদো, ‘রিয়াল মাদ্রিদ ছাড়লে আমি অবশ্যই বড় কোনো ক্লাবের জন্য ছাড়তাম। জুভেন্টাস সেই ক্লাবগুলোর একটি। আমি এখানে এসেছি জুভেন্টাসকে সাহায্য করতে। আমাদের মূল লক্ষ্য অবশ্যই চ্যাম্পিয়নস লিগ, কিন্তু আমরা সিরি ‘আ’ ও অন্যান্য সব শিরোপাও জিততে চাই।’
রোনালদোর শেষ কথাতেই জুভেন্টাস সমর্থকেরা সবচেয়ে বেশি খুশি হবেন। ২২ বছর পর চ্যাম্পিয়নস লিগ জেতার খুব কাছে গিয়েও যে জেতা হয়নি সেটি এই রোনালদোর রিয়াল মাদ্রিদের জন্যই। এবার জুভেন্টাসের রোনালদো তাঁদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে পারবেন কিনা সেটি দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।