রিয়াল-বার্সেলোনা নয়, ইউনাইটেডই সবচেয়ে দামি

ফুটবল দুনিয়ায় সবচেয়ে দামি ক্লাব এখন ইউনাইটেড। ছবি: টুইটার
ফুটবল দুনিয়ায় সবচেয়ে দামি ক্লাব এখন ইউনাইটেড। ছবি: টুইটার

পুরো একটি মাস সারা বিশ্ব বুঁদ হয়ে ছিল ফুটবলে। ৩০০ কোটির বেশি মানুষ টেলিভিশনে দেখেছেন বিশ্বকাপ ফুটবল। জনপ্রিয়তায় সব খেলাকে ছাড়িয়ে, তবে অর্থের হিসাবে এখনো এক নম্বরে উঠতে পারল না কোনো ফুটবল ক্লাব। বিশ্বের সবচেয়ে দামি ক্লাবের মুকুট এবারও গেছে অন্য খেলায়।

ফুটবল হেরেছে আরেক ফুটবল, এনএফএলের (রাগবির মতো আরেকটি খেলা) কাছে। পরশু ক্রীড়াঙ্গনের সবচেয়ে দামি ক্লাবের তালিকা হালনাগাদ করেছে আর্থিক গবেষণা প্রতিষ্ঠান ফোর্বস। তাতে সবার ওপরে জায়গা পেয়েছে যুক্তরাষ্ট্রের এনএফএল দল ডালাস কাউবয়েজ। ক্লাবটি আর্থিক মূল্য ৪৮০০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ হাজার ৩৫৫ কোটি টাকা)।

পরের তিনটি নামই অবশ্য ফুটবলের। দুইয়ে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড, তাদের আর্থিক মূল্য ৪১২৩ মিলিয়ন মার্কিন ডলার। এরপরই আছে দুই স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২৪ মিলিয়ন ডলার বেশি মূল্য নিয়ে বার্সেলোনাকে টপকে তিনে আছে রিয়াল (৪০৮৮ মিলিয়ন)। শীর্ষ দশে আর কোনো ফুটবল ক্লাবে জায়গা হয়নি। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় খেলাগুলোই ঠাঁই করে নিয়েছে সেখানে।

বিশ্বের সবচেয়ে দামি ক্লাব (মিলিয়ন ডলার)

ক্লাব

দেশ

খেলা

মূল্য

ডালাস কাউবয়েজ

যুক্তরাষ্ট্র

এনএফএল

৪৮০০

ম্যানচেস্টার ইউনাইটেড

যুক্তরাজ্য

ফুটবল

৪১২৩

রিয়াল মাদ্রিদ

স্পেন

ফুটবল

৪০৮৮

বার্সেলোনা

স্পেন

ফুটবল

৪০৬৪

নিউইয়র্ক ইয়াঙ্কিস

যুক্তরাষ্ট্র

বেসবল

৪০০০

নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস

যুক্তরাষ্ট্র

এনএফএল

৩৭০০

নিউইয়র্ক নিকস

যুক্তরাষ্ট্র

বাস্কেটবল

৩৬০০

এলএ লেকার্স

যুক্তরাষ্ট্র

বাস্কেটবল

৩৩০০

নিউইয়র্ক জায়ান্টস

যুক্তরাষ্ট্র

এনএফএল

৩৩০০

গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স

যুক্তরাষ্ট্র

বাস্কেটবল

৩১০০

ওয়াশিংটন রেডস্কিনস

যুক্তরাষ্ট্র

এনএফএল

৩১০০