নেইমার পিএসজি ছাড়ছেন না

সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে পিএসজি নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন নেইমার। ছবি: রয়টার্স
সাও পাওলোতে নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহের অনুষ্ঠানে পিএসজি নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন নেইমার। ছবি: রয়টার্স

নেইমার রিয়াল মাদ্রিদে যাচ্ছেন, এ গুঞ্জন আজকের নয়। গত এক যুগ ধরেই কখনো না কখনো দলবদলের বাজার সরগরম থেকেছে এ গুঞ্জনে। দলবদলের বিশ্ব রেকর্ড গড়ে পিএসজিতে গেছেন মাত্র এক বছর হলো। এর ছয় মাসই কেটেছে নেইমার রিয়ালে আসছে এ খবরে। বিশ্বকাপ শেষ হতেই এ নিয়ে নড়েচড়ে বসেছেন সবাই। তবে নেইমার আবারও জানিয়েছেন, পিএসজিতেই থাকতে চান তিনি।

নেইমারকে কোনোভাবেই ছাড়তে রাজি নয় পিএসজি এমনটাই শোনা গেছে এত দিন। গত পরশু হঠাৎ করে নতুন তথ্য জানাল ফ্রান্সের পত্রিকাগুলো। এমবাপ্পেকে দলে রাখার জন্য নেইমারকে নাকি রিয়ালের কাছে বিক্রি করতে আপত্তি নেই দলটির! এমন অবস্থায় পিএসজির প্রতি নতুন করে আনুগত্য শোনা যাচ্ছে নেইমারের। ফক্স স্পোর্টসকে নেইমার বলেছেন, ‘আমি থাকছি। পিএসজির সঙ্গে আমার চুক্তি আছে এবং আমি এ ক্লাব বেছে নিয়েছে চ্যালেঞ্জের জন্য, নতুন কিছু করার জন্য এবং বাড়তি কিছু পাওয়ার জন্য। এ ব্যাপারে আমার ধারণা পাল্টাব না। আশা করি আমরা সফল এক মৌসুম কাটাব, নতুন কিছু শিরোপাও পাব।’ মাঝে পিএসজি ছাড়তে চাওয়ার সব গুঞ্জনকে মিথ্যা বলছেন নেইমার, ‘সংবাদমাধ্যম গুজন সৃষ্টি করে মজা পায় কিন্তু সবাই জানে আমি পিএসজির জন্য কতটা ভাবি।’

ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপ্পের সঙ্গে দারুণ এক জুটি গড়েছেন নেইমার। ফ্রেঞ্চ ফরোয়ার্ড বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারবেন বলে মনে করেন নেইমার, ‘সে অবিশ্বাস্য, অসাধারণ এক খেলোয়াড়। আমরা অনেক আগ থেকেই এটা জানি। ওর সঙ্গে আমি প্রতিদিন খেলি এবং জানি ও কত প্রতিভাবান। সে বিশ্বকাপ জেতায় আমি ওর জন্য খুবই আনন্দিত। আমি বিশ্বাস করি আগামী কয়েক বছরে সে শীর্ষস্থানের (বিশ্বের সেরা খেলোয়াড়) জন্য লড়বে। ওর সঙ্গে শিগগিরই দেখা হবে ভেবে ভালো লাগছে। আমরা প্রতিদিনই কথা বলি, এমনকি বিশ্বকাপের সময়ও বলেছি।’

এবার অবশ্য শুধু গোল করা নয়, গোল আটকানোতেও ভালো ভরসা খুঁজে পেয়েছে পিএসজি। কিংবদন্তি জিয়ানলুইজি বুফন এবারই যোগ দিয়েছেন ক্লাবে, এ নিয়ে খুবই উৎফুল্ল নেইমার, ‘বুফন যেমন মানুষ এবং যা অর্জন করেছে, তাঁর মতো একজন কিংবদন্তি গোলরক্ষকের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করতে পারা সম্মানের ব্যাপার। আমাদের দেওয়ার মতো তাঁর অনেক কিছুই আছে, কত কত অভিজ্ঞতা!’