রোনালদো রিয়াল ছেড়েছেন করের যন্ত্রণা থেকে বাঁচতেই

কর মামলায় বেশ কয়েকবার কোর্টে হাজিরা দিতে হয়েছে রোনালদোকে। সংগৃহীত ছবি
কর মামলায় বেশ কয়েকবার কোর্টে হাজিরা দিতে হয়েছে রোনালদোকে। সংগৃহীত ছবি
>রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে পাড়ি জমানোর মূল কারণ নতুন কোনো চ্যালেঞ্জ না, কর থেকে বাঁচা, দাবি স্প্যানিশ ফেডারেশনের সভাপতি তেবাসের

রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে গিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো এটা পুরোনো খবর। নতুন এক চ্যালেঞ্জ নিতে জুভেন্টাসে পাড়ি জমিয়েছেন রোনালদো, এটাও পুরান খবর। তবে চ্যালেঞ্জের পাশাপাশি বাড়তি বেতনের কারণেই যে রিয়াল ছেড়ে ইতালিতে পাড়ি জমিয়েছেন রোনালদো, সেটাও সবারই জানা। কিন্তু স্প্যানিশ ফুটবল সভাপতির দাবি, মূল কারণ বেতন নয়, স্প্যানিশ কর।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি তেবাস সরাসরিই বলেছেন, ‘সে সেখানে বেশি টাকা আয় করতে পারবে। আমার মতে আর্থিকভাবে ইতালিতে যাওয়াই ভালো। স্পেনে আর্থিক অবস্থা নিয়ে সবচেয়ে বেশি সমস্যা।’

‘বিশ্বের সেরা লিগের মাঝে স্পেনের কর ব্যবস্থা সবচেয়ে খারাপ। অন্যান্য দেশের তুলনায় করের রেট খুব একটা বেশি না, কিন্তু খেলোয়াড় হিসেবে যখন আপনি একটা বড় অঙ্কের অর্থ উপার্জন করবেন, তখন এই ছোট্ট পার্থক্য অনেক বড় হয়ে উঠে।’

স্প্যানিশ আদালতও কর নিয়ে কম ঝামেলায় ফেলেননি রোনালদোকে। এই করের জন্য স্পেনে বসবাসরত সব খেলোয়াড়ই এমন ঝামেলায় পড়েছেন। নিজেদের দেশের খেলোয়াড়দের কর নিয়েও খুবই কড়া স্প্যানিশ আদালত। রোনালদো তাই নিজের বকেয়া ১৮ মিলিয়ন ইউরো শোধ করেই ইতালির প্লেনের টিকিট কেটেছেন।