হাজারতম টেস্টে হারের মুখে ইংল্যান্ড

ইশান্ত শর্মা তুলে নিয়েছেন ৫ উইকেট। ছবি: এএফপি
ইশান্ত শর্মা তুলে নিয়েছেন ৫ উইকেট। ছবি: এএফপি
>ইশান্ত শর্মা আর রবিচন্দ্রন অশ্বিনের বোলিংয়ে এজবাস্টন টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে গুটিয়ে গেছে ইংল্যান্ড। ইশান্ত নিয়েছেন ৫ উইকেট, অশ্বিন ৩টি। নিজেদের ইতিহাসের এক হাজারতম টেস্টে ইংলিশরা এখন হারের শঙ্কায়।

ইশান্ত শর্মার গতি আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি; এই দুইয়ের মিশেলে এজবাস্টন টেস্টের তৃতীয় দিনেই জয়ের স্বপ্ন ভালোভাবেই দেখছে বিরাট কোহলির ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড গুটিয়ে গেছে মাত্র ১৮০ রানেই। হাতে ২ দিন রেখে ইংলিশদের ঐতিহাসিক সহস্রতম টেস্টে জয় তুলে নিতে ভারতের দরকার মাত্র ১৯৪ রান।
ইশান্ত শর্মা তুলে নিয়েছেন ৫ উইকেট, অশ্বিন ৩টি। মধ্যাহ্ন বিরতির সময় স্কোরবোর্ডে ৮৬ রান তুলতেই ৬ উইকেট হারানো ইংল্যান্ড কিছুটা লড়িয়ে পুঁজি পায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা স্যাম কারেনের ৬৩ রানের ইনিংসে। ভারতের ইনিংসে এই কারেন বল হাতে ছিলেন দুর্দান্ত। ৫২ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন তিনি।
ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান এই কারেনেরই। দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে—২৮। এ ছাড়া ডেভিড মালান ২০, জো রুট ১৪ আর আদিল রশিদ করেন ১৬।
ইশান্ত মধ্যাহ্ন বিরতিতে যান ২১ রানে ৩ উইকেট নিয়ে। সকাল থেকেই ইংলিশ ব্যাটসম্যানদের বিপাকে ফেলা এই ভারতীয় পেসার বিরতির ঠিক আগে মাত্র তিন বলে তুলে নেন দুই উইকেট। বেয়ারস্টো তাঁর বলেই স্লিপে ক্যাচ দেন শিখর ধাওয়ানকে। দুই বল পরেই বেন স্টোকসকে ফেরান কোহলির ক্যাচ বানিয়ে। তাঁর বাকি তিন শিকার স্টুয়ার্ট ব্রড, জস বাটলার ও ডেভিড মালান।
অশ্বিনের বলে ফেরেন অ্যালিস্টার কুক, কিটন জেনিংস ও অধিনায়ক জো রুট। বিজয় যাদবের শিকার স্যাম কারেন ও আদিল রশিদ।