রিয়ালকে ডাকছে আরেক ইউরোপ সেরার রেকর্ড

লিলেকুলা স্টেডিয়ামে অনুশীলনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। ছবি: এএফপি
লিলেকুলা স্টেডিয়ামে অনুশীলনে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়েরা। ছবি: এএফপি

আজ উয়েফা সুপার কাপে মুখোমুখি রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ। উয়েফার শীর্ষ দুই টুর্নামেন্ট জেতা দুই দলের এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগ বা আগের ইউরোপিয়ান কাপজয়ী দলটি নিয়মিত থাকলেও অন্য প্রতিপক্ষ সময়ে সময়ে বদলেছে। ২০০০ সাল থেকে উয়েফা কাপ (এখনকার ইউরোপা লিগ) জয়ীরা সুযোগ পাচ্ছে, এর আগে ১৯৭২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত খেলত কাপ উইনার্স কাপ জয়ী দলটি।

আজ উয়েফা সুপার কাপ

রিয়াল মাদ্রিদ-অ্যাটলেটিকো মাদ্রিদ

ভেন্যু: লিলেকুলা স্টেডিয়াম, তালিন, এস্তোনিয়া

খেলা শুরু: বাংলাদেশ সময় রাত ১টা

খেলা দেখাবে: সনি টেন টু

উয়েফার শীর্ষ দুই টুর্নামেন্ট জেতা দুই দলের এই ম্যাচে চ্যাম্পিয়নস লিগ বা আগের ইউরোপিয়ান কাপ জয়ী দলটি নিয়মিত থাকলেও অন্য প্রতিপক্ষ সময়ে সময়ে বদলেছে। ২০০০ সাল থেকে উয়েফা কাপ (এখনকার ইউরোপা লিগ) জয়ীরা সুযোগ পাচ্ছে, এর আগে ১৯৭২ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কাপ উইনার্স কাপ জয়ী দল।

আগের ৪২ বার সব সময় যে চ্যাম্পিয়নস লিগজয়ীরাই জিতেছে, এমন নয়। ২৩ বার জিতেছে ইউরোপের সেরা টুর্নামেন্টজয়ীরা, ১৯ বার অন্যরা।

রিয়ালের বিপক্ষে উয়েফার টুর্নামেন্টে ৯ ম্যাচে ২ বার জিতেছে অ্যাটলেটিকো, হেরেছে ৫ বার। তবে কখনো কোনো ফাইনালে জেতেনি, রিয়ালকে কখনো বিদায় করতে পারেনি নকআউট পর্ব থেকেও।

সর্বশেষ ছয়টি উয়েফা সুপার কাপের চারটিই রিয়াল জিতেছে। সর্বশেষ দুটিও। চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় শিরোপা জিতে ইতিহাস গড়া দলটি আজ জিতলে সুপার কাপেও টানা তিন শিরোপা জয়ের প্রথম কীর্তি গড়বে।

অ্যাটলেটিকো ২০১০ ও ২০১২-তে দুবার খেলে দুবারই জিতেছে। আজ জিতলে হয়ে যাবে নিজেদের প্রথম তিনটি সুপার কাপই জেতা প্রথম দল।

 ১৯৭৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলা হতো দুই লেগের।

সফলতম ক্লাব

৫ মিলান, বার্সেলোনা

৪ রিয়াল

৩ লিভারপুল

২ আয়াক্স, অ্যান্ডারলেখট, অ্যাটলেটিকো, জুভেন্টাস, ভ্যালেন্সিয়া

সফলতম খেলোয়াড়

দানি আলভেস

পাওলো মালদিনি

আজ জিতলে সর্বোচ্চ চারবার শিরোপা জয়ের রেকর্ডটা ছুঁয়ে ফেলবেন রিয়ালের সাত খেলোয়াড়-কারভাহাল, রামোস, মার্সেলো, মদরিচ, বেনজেমা, ইসকো ও ক্রুস।

সফলতম কোচ

কার্লো আনচেলত্তি

পেপ গার্দিওলা

আজ জিতলে যোগ হবেন অ্যাটলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে

কোচ ও খেলোয়াড় হিসেবে জয়

কার্লো আনচেলত্তি ১৯৯০; ২০০৩,২০০৭, ২০১৪

পেপ গার্দিওলা ১৯৯২; ২০০৯,২০১১, ২০১৩

ডিয়েগো সিমিওনে ১৯৯৯,২০১২

লুইস এনরিকে ১৯৯৭; ২০১৫

জিনেদিন জিদান ১৯৯৬,২০০২; ২০১৬,২০১৭

সর্বশেষ পাঁচ মৌসুমে চতুর্থবার উয়েফা সুপার কাপ দেখছে দুটি স্প্যানিশ দলের লড়াই। তবে একই শহরের দুই ক্লাবের মুখোমুখি হওয়া এই প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথম।