ক্রোয়েশিয়ার রোমাঞ্চকর জয়

গোলের পর জেভাজের উল্লাস। ছবি: এএফপি
গোলের পর জেভাজের উল্লাস। ছবি: এএফপি
>উয়েফা ন্যাশনস লিগের গ্রুপ পর্বের ম্যাচে স্পেনকে ২-৩ গোলের ব্যবধানে হারিয়েছে ক্রোয়েশিয়া। স্পেনের হয়ে গোল করেছেন ড্যানি সেবাল্লোস ও সার্জিও রামোস। ক্রোয়েশিয়ার হয়ে জোড়া গোল করেছেন টিন জেভাজ। এক গোল করেছেন ক্র্যামারিচ।

বৃহস্পতিবার রাতে ক্রোয়েটদের আতিথ্য নিয়েছে স্প্যানিশরা। গ্রুপ ৪-এর গুরুত্বপূর্ণ ম্যাচে অতিথিদের ২-৩ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকেরা। 

বল দখলের লড়াইয়ে স্পেন এগিয়ে থাকলেও পাল্টা আক্রমণে স্পেনের রক্ষণের ঘাম ঝরিয়েছে ক্রোয়েশিয়া। দর্শকে ঠাসা নিজেদের মাঠে ৫৪ মিনিটে প্রথম গোল পায় ক্রোয়েশিয়াই।
শুরু থেকেই ক্রোয়েশিয়ার রক্ষণে হানা দিতে থাকেন ইসকো-আসপাসরা। গোলমুখে বেশ কিছু শটও নেয় তাঁরা। রামোসদের কিছু শট লক্ষ্যে থাকলেও বেশ কিছু শট ক্রোয়েশিয়ার গোলরক্ষক আটকে দেন। ক্রোয়েশিয়াকে চাপে রেখেই প্রথমার্ধের খেলা শেষ করে স্পেন।
দ্বিতীয়ার্ধেও ছন্দময় ফুটবল খেলতে থাকা স্প্যানিশরা হঠাৎই খেই হারিয়ে ফেলে। ৫৪ মিনিটে কিছুটা ভাগ্যের সহায়তায় অতিথিদের বুকে প্রথম ছুরি চালান ক্রোয়েশিয়ার আন্দ্রে ক্র্যামারিচ। স্পেনের রক্ষণ সামলানোর দায়িত্বে থাকা রবার্তোর ভুলে বল পায় পেরেসিচ। পেরেসিচ কোনোমতে বল বাড়িয়ে দেন ক্র্যামারিচকে। বল জালে জড়াতে ভুল করেননি এই ক্রোয়েট ফরোয়ার্ড।
ক্র্যামেরিচকে জবাব দিতে খুব বেশি দেরি করেননি স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ড্যানি সেবাল্লোস। ৫৬ মিনিটে তাঁর গোলে সমতায় ফেরে অতিথিরা। ৬৯তম মিনিটে টিন জেভাজের গোলে ক্রোয়েশিয়া এগিয়ে গেলেও ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে স্পেনকে সমতায় ফেরান রামোস।
নির্ধারিত সময়ের খেলা শেষ হয়ে যোগ হওয়া সময়ের খেলাও ততক্ষণে শেষ। ঘড়ির কাঁটা বলছে আর কয়েক সেকেন্ড বাকি। রেফারিও কবজি ঘুরিয়ে সময় দেখে নিচ্ছেন—কখন বাজাবেন শেষ বাঁশি। কিন্তু ক্রোয়েশিয়া শেষ দুই-তিন মিনিটে চেপে ধরে স্পেনকে। নির্ধারিত সময়ের পর দলকে দুবার রক্ষা করেন স্পেনের গোলরক্ষক ডি গিয়া। যদিও শেষ রক্ষা করতে পারেননি। স্পেনের কফিনে ফের পেরেক ঠুকে দেন টিন জেভাজ। ডি গিয়াকে ফাঁকি দিয়ে ফাঁকায় গোল করে দলকে জেতান জেভাজ।