আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের রেটিং-বিভ্রান্তি

আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টর বলছে ১-০তে সিরিজ জিতলেই বাংলাদেশ উঠে যাবে আটে। ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট
আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টর বলছে ১-০তে সিরিজ জিতলেই বাংলাদেশ উঠে যাবে আটে। ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল শুরু হতে যাওয়া সিরিজ ১-০ ব্যবধানে জিতলে বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের আটে উঠে যাবে, এমন একটি খবর প্রকাশিত হয়েছে প্রথম আলো অনলাইনে। যেটি আসলে ভুল। ভুলের উৎস আইসিসিই। আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টরের কারণেই ভুলটা হচ্ছে। আইসিসি তাদের ওয়েবসাইটে যে র‍্যাঙ্কিং দিয়ে রেখেছে, তার ওপর ভিত্তি করে কাজ করে তাদের র‍্যাঙ্কিং প্রেডিক্টর। র‍্যাঙ্কিং প্রেডিক্টর হলো এমন একটি টুল বা মাধ্যম, যেটি ব্যবহার করে সামনের আন্তর্জাতিক ম্যাচগুলোর সম্ভাব্য ফল ধরে হিসাব বের করা যায়, কোনো ম্যাচ বা সিরিজের ফল কী হলে দলগুলোর রেটিং ও র‍্যাঙ্কিং কী হবে।

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় এই প্রতিবেদন লেখার সময়েও আইসিসির ওয়েবসাইটে টেস্টের যে র‍্যাঙ্কিং দেওয়া আছে, তাতে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৬, বাংলাদেশের ৬৭। রেটিং পয়েন্ট পার্থক্য ৯। কিন্তু আদতে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমেছে জিম্বাবুয়ের কাছে ম্যাচ হেরে যাওয়ায়। যে র‍্যাঙ্কিং এখনো হালনাগাদ করা হয়নি আইসিসির ওয়েবসাইটে। এ কারণে তাদের র‍্যাঙ্কিং প্রেডিক্টর আগের রেটিং পয়েন্ট বিবেচনায় হিসাব করে দেখাচ্ছে, বাংলাদেশ ১-০তে সিরিজ জিতলেই আটে উঠে যাবে। এ নিয়েই দুপুরে আগের প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

ভুলের উৎস আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং এখনো হালনাগাদ না করা। ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট
ভুলের উৎস আইসিসির টেস্ট র‍্যাঙ্কিং এখনো হালনাগাদ না করা। ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট

এ ব্যাপারে প্রথম আলোর বেশ কজন পাঠক দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রথম আলোর ক্রীড়া প্রতিবেদক আইসিসির পাঠানো ই–মেইলে দেখেছে, রেটিং পয়েন্টের হিসাবটা আসলেই ভুল দেওয়া আইসিসির ওয়েবসাইটে। আইসিসির মেইল বলছে, বাংলাদেশের রেটিং পয়েন্ট ৬৭ থেকে কমে হয়ে গেছে ৬১। ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৬-ই আছে। তাই রেটিং পয়েন্টের ব্যবধানটি আসলে ৯ নয়; ১৫। বাংলাদেশ ১ ম্যাচ জিতলে তাই আটে উঠে যাওয়ার সম্ভাবনা নেই। ২-০তে সিরিজ জিতলে কী হবে, তা–ও বলা যাচ্ছে না। আইসিসির র‍্যাঙ্কিং প্রেডিক্টরে এখনো হালনাগাদ তথ্যটি নেই।

এই ভুলের উৎস প্রথম আলো না হওয়ার পরও এর জন্য আমরা আমাদের পাঠকের আছে ক্ষমা প্রার্থনা করছি। ভুল ধরিয়ে দেওয়ার জন্য পাঠকের কাছে কৃতজ্ঞতা জানাই।