নেপিয়ারে কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য?

ভারতের বিপক্ষে হারের হতাশা বাংলাদেশ সিরিজ দিয়ে কাটাতে চাইবে নিউজিল্যান্ড। ফাইল ছবি
ভারতের বিপক্ষে হারের হতাশা বাংলাদেশ সিরিজ দিয়ে কাটাতে চাইবে নিউজিল্যান্ড। ফাইল ছবি

দেড় মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবে বাংলাদেশ। আগামীকাল সকালে নিশ্চয় বাংলাদেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছে সবাই। বাংলাদেশ সময় সকাল সাতটায় নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামবে মাশরাফি বাহিনী। মাঠে নামার আগে স্বাগতিকদেরই এগিয়ে রাখতে হচ্ছে। কারণ পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের বিপক্ষে। এর আগে নেপিয়ারে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুইটি ওয়ানডে খেলে দুটিতেই হেরেছে টাইগাররা। হারের ব্যবধানগুলোও অনেক বড়।

২০০৭ সালে কিউইদের বিপক্ষে নেপিয়ারে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। সে ম্যাচে ১০২ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৩৫ রান করে ড্যানিয়েল ভেট্টোরির দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বৃষ্টি আইনে বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য হয় ৪৩ ওভারে ২৮৪। ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান করতে সমর্থ হয় আশরাফুলের দল। প্রায় তিন বছর পর একই মাঠে স্বাগতিকদের বিপক্ষে হারটা ছিল আরও বড় ব্যবধানে। নিউজিল্যান্ডের দেওয়া ৩৩৭ রানের জবাবে ১৯০ রানেই গুটিয়ে যায় সাকিব আল হাসানের দল। ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছিলেন তামিম ইকবাল।

নিকট অতীতে নেপিয়ারে খেলা নিউজিল্যান্ডের ম্যাচের পরিসংখ্যানও আশা জাগানিয়া নয়। শেষ দশ ম্যাচে তিনটিতে হেরেছে নিউজিল্যান্ড। এর মাঝে বৃষ্টিতে নিষ্পত্তি হয়নি তিনটি ম্যাচ। বাংলাদেশের জন্য আশার কথা হলো নেপিয়ারে খেলা শেষ ম্যাচে ভারতের কাছে স্বাগতিকেরা হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। কুলদীপ যাদব ও মোহাম্মদ সামির বোলিং তোপে ১৫৭ রানেই গুটিয়ে যায় কিউই ইনিংস। ৪৯ ওভারে ভারতের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ১৫৬। ২ উইকেট হারিয়েই জয় পেয়ে যায় বিরাট কোহলির দল। সে ম্যাচে যাদব ৪ উইকেট পেলেও সাধারণত পেসাররাই বেশি দাপট দেখান।

নিউজিল্যান্ডের অন্যান্য শহরের মতো এখানেও জোরালো ঠান্ডা হাওয়ায় বেগ পেতে হয় অতিথি খেলোয়াড়দের। আবহাওয়া রিপোর্ট অনুযায়ী ম্যাচের দিনও সেখানে সাগরের দিক থেকে ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিতে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঠান্ডা বাতাস বইবে। তাই প্রতিপক্ষের পেসারদের মতো এখানকার জোরালো হাওয়াকেও মোকাবিলা করতে হবে মাশরাফিদের।