এক ডজন টাই

>
ইমরান তাহিরের দারুণ বোলিংয়ে সুপার ওভার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি
ইমরান তাহিরের দারুণ বোলিংয়ে সুপার ওভার জিতেছে দক্ষিণ আফ্রিকা। ছবি: এএফপি
দুই ওভারে দরকার ৬ রান, হাতে ৪ উইকেট। পরশু কেপটাউনে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিটা হেসেখেলেই জেতার কথা ছিল দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকা জিতেছেও, তবে সরাসরি নয়। শেষ দুই ওভারে তালগোল পাকিয়ে ম্যাচটি টাই করার পর সুপার ওভারে জিতে সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়ারা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হয়ে গেল এক ডজন টাই।

১২

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে টাই ম্যাচের সংখ্যা

৩–৮

প্রথম তিনটি টাই ম্যাচের নিষ্পত্তি হয় বোল আউটে। সুপার ওভার হয়েছে আট ম্যাচে

২০১৮ সালে ডেভেন্টারে আয়ারল্যান্ড–স্কটল্যান্ড ম্যাচটিই একমাত্র টাই ম্যাচ, যেখানে বোল আউট কিংবা সুপার ওভার কিছুই ছিল না

২৫

সুপার ওভারে সর্বোচ্চ ২৫ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ২০০৮ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির করা ওভারে ২৫ রানই করেছিলেন ক্রিস গেইল

সুপার ওভারে সর্বনিম্ন ৩ রান পাকিস্তানের, ২০১৫ সালে ইংল্যান্ডের ক্রিস জর্ডানের ওভারে। এ ছাড়া দ্বিতীয় সর্বনিম্ন ৫ রান দিয়েছেন কাতারের ইকবাল হুসেইন (বিপক্ষ কুয়েত) ও দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ টাই করেছে নিউজিল্যান্ড। এর একটি বোল আউটে, একটি সুপার ওভারে জিতেছে দলটি