এবার বিপিএলে আসছেন ওয়াটসন

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। আইপিএলে চেন্নাই সুপার কিংসেও খেলেছেন ওয়াটসন। ছবি: এএফপি
অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন। আইপিএলে চেন্নাই সুপার কিংসেও খেলেছেন ওয়াটসন। ছবি: এএফপি
বিপিএলের নতুন মৌসুমের জন্য অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসনকে দলে টেনেছে খুলনা টাইটানস

অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন আসছেন বিপিএলে। নতুন মৌসুমে তিনি খেলবেন খুলনা টাইটানসের হয়ে। খুলনার হয়ে তিনি পুরো মৌসুমই খেলবেন বলে জানা গেছে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল।

ওয়াটসনকে সরাসরি সই করিয়েছে খুলনা। খবরটি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ, ‘শেন ওয়াটসনকে পেয়ে রোমাঞ্চিত খুলনা টাইটানস। সে সত্যিকারের চ্যাম্পিয়ন, দেশ ও বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে অনেক শিরোপা জিতেছে। তাঁর অভিজ্ঞতা আর জয়ের মানসিকতা দলে আলাদা তাৎপর্য বহন করবে। আশা করি শেন খুলনাকে শিরোপা জেতাতে সহায়তা করবে।’

ওয়াটসন নিজেও খুলনায় নাম লিখিয়ে খুশি, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী মৌসুমে খুলনা টাইটানসে যোগ দিতে পেরে ভীষণ রোমাঞ্চিত লাগছে। বিপিএলে এমন টুর্নামেন্ট যেখানে আমি সব সময় খেলতে চেয়েছি আর এখন শেষ পর্যন্ত সুযোগ পেলাম। বাংলাদেশের স্থানীয় ও বিদেশি মিলিয়ে অনেক ভালো ক্রিকেটার বিপিএলে খেলছে, তাই এর অংশ হতে পারা বিশেষ কিছুই হতে যাচ্ছে আমার জন্য।’

খুলনার হয়ে শিরোপা জেতার ব্যাপারেও প্রত্যয়ী এই অস্ট্রেলীয় তারকা, ‘বাংলাদেশের অবিশ্বাস্য ক্রিকেটপ্রেমী দর্শকদের সামনে আবারও খেলার সুযোগ পাব। খুলনা টাইটানসের কোচিং ও ব্যবস্থাপকেরা মিলে দুর্দান্ত একটি দল গড়ার চেষ্টা করছেন। আশা করি শিরোপা জিততে পারব।’

আরও আগেই বিপিএলে খেলার কথা ছিল ওয়াটসনের। ২০১৭ মৌসুমে ঢাকা ডায়নামাইটসের সই করলেও চোটের কারণে খেলতে পারেননি।