জয় দিয়ে আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল শুরু করল নর্থ সাউথ ও টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

প্রথম দিনে জয় পেয়েছে নর্থ সাউথ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি: প্রথম আলো
প্রথম দিনে জয় পেয়েছে নর্থ সাউথ ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। ছবি: প্রথম আলো

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীত ক্লাবের উদ্যোগে আজ শুরু হয়েছে ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা। ২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নির্মম শিকার ফারাজ আইয়াজ হোসেনের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের এ ফুটবল প্রতিযোগিতা। আজ শুরু হলেও এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ২৪ সেপ্টেম্বর।

আজ শুরু হয়েছে ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের তৃতীয় আসর। প্রথম দিনে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দুইটি ম্যাচে জয় পেয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। দিনের প্রথম ম্যাচে নর্থ সাউথ ৪-০ গোলে হারিয়েছে ইস্ট ওয়েস্টকে। দ্বিতীয় ম্যাচে ইসলামি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

প্রচণ্ড গরমে কৃত্রিম টার্ফে বিশ্ববিদ্যালয়ের শৌখিন ফুটবলাররা যেভাবে দাপিয়ে খেলেছেন, প্রশংসা তাঁরা পেতেই পারেন। নর্থ সাউথের সাদাত রাব্বান ২১ মিনিটে গোল করে এগিয়ে নেন দলকে। ৫২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এহতেশাম আবেদিন। ৫৬ মিনিটে স্কোর ৩-০ করেন আবরার ইসলাম। আর ৭০ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন ম্যাচসেরা কাজী ইব্রাহিম আহমেদ।

দিনের প্রথম ম্যাচটি একচেটিয়া হলেও দ্বিতীয় ম্যাচে কিছুটা প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ছিল। কিক অফ বাঁশির শুরুতেই কিছু বুঝে ওঠার আগেই বুটেক্সের জালে বল পাঠিয়ে দেন বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল মামুন। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান বুটেক্সের ফুটবলাররা। ২৯ মিনিটে ম্যাচে সমতা ফেরান মাহিবুর রহমান। ৫৫ মিনিটে ব্যবধান ২-১ করেন মেজবাহউল আমিন। ৩ মিনিট পরই কাউসার হামিদের করা গোলে ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বুটেক্স। ম্যাচ সেরা হয়েছেন মেজবাহউল। একই ভেন্যুতে আগামীকাল প্রথম ম্যাচে ব্র্যাক বিশ্ববিদ্যালয় খেলবে সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। পরের ম্যাচে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হবে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।

২০১৬ সালে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার নির্মম শিকার ফারাজ আইয়াজ হোসেনের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের এ ফুটবল প্রতিযোগিতা। আজ শুরু হলেও এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ২৪ সেপ্টেম্বর।

ইউনাইটেড গ্রুপ ফারাজ আন্তবিশ্ববিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে এবার ২২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। মূল ভেন্যু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। তবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়াম ও মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজেও অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার কিছু ম্যাচ। খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে, আটটি গ্রুপে ২২টি বিশ্ববিদ্যালয়কে ভাগ করে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের নিয়ে হবে নকআউট পর্ব। চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ টাকা, রানার্সআপ ২ লাখ।