শ্রীলঙ্কার বিপক্ষে চার পরিবর্তন বাংলাদেশ দলে

চার পরিবর্তন নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
চার পরিবর্তন নিয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। ছবি: প্রথম আলো
>

বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে খেলতে আজ জিততেই হবে বাংলাদেশকে। একজনের অভিষেক, একাদশে চার পরিবর্তন ও ফরমেশন বদলে আজ মাঠে নামতে যাচ্ছে জেমি ডের দল।

বঙ্গবন্ধু গোল্ডকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরিবর্তনই থাকছে বাংলাদেশের। প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে হারের পর লঙ্কানদের বিপক্ষে গা ঝাড়া দিয়ে ওঠার লক্ষ্য জেমি ডে’র দলের। আজ সে কারণেই চারটি পরিবর্তন থাকছে বাংলাদেশ দলে।

‘মাস্ট উইন’ ম্যাচে একাদশে চারটি পরিবর্তনই শুধু নয়, ৪-১-৪-১ প্রতি-আক্রমণভিত্তিক ফুটবল থেকে বের হয়ে এসে জেমির লক্ষ্য আজ আক্রমণাত্মক ফুটবল। জয়ই যেখানে শেষ কথা, সেখানে আক্রমণাত্মক ফুটবলের বিকল্প নেই। সে কারণেই দুই স্ট্রাইকার নিয়ে ৪-৪-২ ফরমেশনে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিকেরা। সেই দুই স্ট্রাইকার মাহবুবুর রহমান সুফিল ও মতিন মিয়া।

জামাল তো চোটের কারণে নেই, অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলামও একাদশ থেকে ছিটকে গিয়েছেন বলে বিশ্বস্ত খবর। মাঝমাঠে জাতীয় দলে অভিষেক প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে হোল্ডিং মিডফিল্ডার মানিক মোল্লার। মাঝমাঠের অন্যজন সোহেল রানা। স্ট্রাইকিং থেকে সরে নিজের রাইট উইং পজিশনে ফিরতে যাচ্ছেন সাদউদ্দিন। লেফট উইংয়ে থাকছেন মোহাম্মাদ ইব্রাহিম।

রক্ষণভাগেও আসতে যাচ্ছে বড় পরিবর্তন । সেন্টারব্যাক ইয়াসিন খান জ্বর নিয়ে ক্যাম্প ছেড়ে গেছেন। তাঁর স্থলে খেলবেন রিয়াদুল হাসান রাফি। রায়হান হাসানের স্থলে রাইটব্যাকে বিশ্বনাথ ঘোষ। আর লেফটব্যাক রহমত মিয়া। গোলরক্ষক পজিশনে যথারীতি আশরাফুল রানা।

প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কাও এখন বড় পরীক্ষা বাংলাদেশের জন্য। ফিলিস্তিনের বিপক্ষে তো তারা দুর্দান্ত খেলেছে। যোগ করা সময়ে দুই গোল হজম করে হারলেও লঙ্কানদের খেলায় সমীহ করার মতো অনেক কিছুই দেখছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে অনুপ্রেরণা জোগাচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে অতীতের রেকর্ড। এই তো গত মাসেই কাঠমান্ডু এসএ গেমসে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। বঙ্গবন্ধু কাপে শ্রীলঙ্কার প্রায় সে দলটিকেই এনেছেন কোচ পাকির আলী।

তবে জাতীয় দলের শেষ মুখোমুখি লড়াইয়ে কিন্তু জয় পেয়েছে শ্রীলঙ্কা। ২০১৮ সালের আগস্টে নীলফামারীতে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ১-০ গোলে হেরেছিল। ম্যাচে যে জিতবে সে-ই চলে যাবে সেমিফাইনালে। নির্ধারিত সময়ের খেলা ড্র হলে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে নিষ্পত্তি হবে সেমিফাইনালের স্পট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : আশরাফুল রানা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, তপু বর্মন, রহমত মিয়া, মানিক মোল্লা, সোহেল রানা, সাদ উদ্দিন, মোহাম্মাদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল ও মতিন মিয়া।