ট্রাম্পকে 'বড় খেলোয়াড়' বললেন ফিফা সভাপতি

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফিফা
ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক সভায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: ফিফা

ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা-সমালোচনার ও বিতর্কের যেন শেষ নেই। প্রতিদিনই কিছু না কিছু বলে খবরের শিরোনাম হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তবে তাঁকে এইবার খবরের শিরোনাম বানালেন ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর চোখে ট্রাম্প নাকি বিশ্বের বড় বড় খেলোয়াড়দের মতোই একই ধাতুতে গড়া। বড় খেলোয়াড়দের মতো ট্রাম্পও খুবই প্রতিদ্বন্দ্বিতা প্রিয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফিফা প্রেসিডেন্টের এই দেখাটা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে, ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের এক সভায়। সেখানে বৈশ্বিক অনেক সংস্থার প্রধানদের জন্য ডিনারের আয়োজন করেছিলেন ট্রাম্প।

সেই সভাতেই ট্রাম্পের হাতে একটি ফুটবল উপহার দিয়ে ফিফা সভাপতি বলেছেন, ‘এর মাধ্যমে আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আমাদের জীবনের অগ্রাধিকারটা কোথায়। ফুটবল আমাদের আনন্দ দেয়, বিশ্বের কোটি কোটি মানুষকে আশা দেয়। আমাদেরও এটাই করে যাওয়া উচিত।’

ট্রাম্প সেটা করছেন কি না, তা বলেননি ইনফান্তিনো। তবে রাজনীতিবিদ ট্রাম্পের প্রশংসা করতে গিয়ে ইনফান্তিনো বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের বড় বড় খেলোয়াড়দের মতো একই ধাতুতে গড়া, তাঁদের মতো তিনিও প্রবল প্রতিদ্বন্দ্বিতা প্রিয়।’

মেয়েদের ফুটবলে যুক্তরাষ্ট্র চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ছেলেদের ফুটবলে এখনো পরাশক্তি হয়ে উঠতে পারেনি। তবে সেই দিনটা খুব দূরে নয় বলে মনে করেন ফিফা সভাপতি, আমেরিকা খুব শিগগির বিশ্ব ফুটবলের বড় শক্তি হতে যাচ্ছে।

ধন্যবাদ জানিয়ে ট্রাম্পও আশা প্রকাশ করেছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ খুব সফল হবে।