নারী ফুটবলে দুই ম্যাচেই ১৯ গোল

সিলেটের স্পার্টান এমকে গ্যালাকটিকোকে এক ডজন গোল দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি দল।
সিলেটের স্পার্টান এমকে গ্যালাকটিকোকে এক ডজন গোল দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি দল।

কমলাপুর স্টেডিয়ামে নারী প্রিমিয়ার ফুটবল লিগে গোলের মেলা বসেছে। গতকাল উদ্বোধনী ম্যাচে বসুন্ধরা কিংস জিতেছিল ১২-০ গোলে। আজ প্রথম ম্যাচে হয়েছে সাত গোলে। দিনের দ্বিতীয় ম্যাচে গোল হয়েছে আরও ১২ টি। সিলেটের স্পার্টান এমকে গ্যালাকটিকো এফসিকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। এক ডজন গোল দিয়ে তারা যেন শিরোপার এক নম্বর দাবিদার বসুন্ধরাকে বার্তা দিয়ে রাখল, ‘আমরাও শক্তিশালী।’

সাত দলের লিগে এখন পর্যন্ত পাঁচটি দল মাঠে নেমেছে। বসুন্ধরা কিংসের পর শক্তিতে এগিয়ে রাখতে হবে নাসরিন স্পোর্টস একাডেমিকে। নাসরিন একাডেমির প্রায় ১২ জন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে থাকা মেয়ে আছে। দলটির অধিনায়ক রাজিয়া খাতুন বয়সভিত্তিক জাতীয় দলের নিয়মিত সদস্য। এই মেয়েরাই গড়ে দিয়েছে ব্যবধান।

দুই অর্ধে ৬টি করে গোল হয়েছে। হ্যাটট্রিক করেছেন ফরোয়ার্ড স্বপ্না রানী ও আকলিমা খাতুন ( ৪ গোল)। বাগেরহাটের মেয়ে আকলিমা ৩৬ মিনিটে গোল শুরু করে থেমেছেন ৮৯ মিনিটে। মাঝের গোল দুটি ৫৭ ও ৭৬ মিনিটে। স্বপ্নার গোল তিনটি ১৬ , ২৬ ও ৭১ মিনিটে। জোড়া গোল করেছেন আরেক ফরোয়ার্ড নওশিন জাহান ( ৬ ও ৬৫ মিনিট) ও ডিফেন্ডার উন্নতি খাতুন ( ৬৮ ও ৮৪ মিনিট)। একটি গোল করেন ডিফেন্ডার সোহাগি ( ১৬ মিনিট)।

এক ডজন গোলের পর নিজেদের কৃতিত্বের চেয়ে প্রতিপক্ষের দুর্বলতাকেই বড় করে তুলে ধরলেন নাসরিন স্পোর্টস একাডেমি কোচ মনির হোসেন , ‘আমাদের দলে প্রায় ১০-১১ জন বাফুফের ক্যাম্পের মেয়ে ছাড়াও কয়েকজন বিকেএসপির মেয়ে আছে। সেই হিসেবে আমরা খুব বেশি ভালো খেলতে পারেনি। প্রতিপক্ষের দুর্বলতায় বেশি গোল হয়েছে।’ এত গোল খেয়েও অবশ্য হতাশ নন সিলেটের কোচ লিয়াকত আলি, ‘আমাদের মেয়েরা প্রথম খেলছে। এই প্রথম টার্ফের মাঠ দেখল। অনুশীলনও বেশি দিন হয়নি । বেশি গোল খাওয়াটাই স্বাভাবিক।’