বিদায় শারাপোভা

৩২ বছর বয়সেই টেনিস থেকে অবসর নিলেন মারিয়া শারাপোভা। ছবি: এএফপি
৩২ বছর বয়সেই টেনিস থেকে অবসর নিলেন মারিয়া শারাপোভা। ছবি: এএফপি

ফর্ম ফিরে পেতে লড়াই করছিলেন। লড়াই করছিলেন চোটের সঙ্গেও। গত কয়েকটা বছর এই লড়াইয়ের মধ্য দিয়েই কেটেছে তাঁর। কোর্টের পারফরম্যান্স নিয়ে এই সময়ে খুব কমই শিরোনামে এসেছেন। সেই মারিয়া শারাপোভা এবার আন্তর্জাতিক খবরের শিরোনামে। টেনিসকে যে বিদায়ই বলে দিলেন পাঁচটি গ্র্যান্ড স্লামজয়ী রুশ সুন্দরী!

৩২ বছর বয়সী শারাপোভা টেনিস থেকে অবসরের কথা জানিয়েছেন ভোগ এবং ভ্যানিটি ফেয়ার সাময়িকীতে লেখা এক প্রতিবেদনে, ‘টেনিস, আমি বিদায় বলছি। ২৮ বছর ধরে খেলে পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের পর আমি এবার অন্য জগতে নতুন লক্ষ্য অর্জন করতে চাই।’

২০০১ সালের এপ্রিলে পেশাদার টেনিসে পা রাখা শারাপোভা একটি করে অস্ট্রেলিয়ান ওপেন (২০০৮), উইম্বলডন (২০০৪) ও ইউএস ওপেন (২০০৬) ছাড়াও জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেন (২০১২ ও ২০১৪)। সাবেক এক নম্বর ক্যারিয়ারে জিতেছেন ৩৬টি ডব্লুটিএ শিরোপা।

২০১৬ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে টেনিসে ফিরেই শুরু তো তাঁর চোট আর ফর্ম ফিরে পাওয়ার লড়াই শুরু। বিদায় নেওয়ার আগে তাঁর র‌্যাঙ্কিং নেমে গিয়েছিল ৩৭৩ অবস্থানে।