বাংলাদেশের পর ভারতের ঘরোয়া দলের কোচ হলেন অঞ্জু জৈন

বাংলাদেশের মেয়েদের দলের সাবেক কোচ অঞ্জু জৈন। ছবি: সংগৃহীত।
বাংলাদেশের মেয়েদের দলের সাবেক কোচ অঞ্জু জৈন। ছবি: সংগৃহীত।
>বাংলাদেশ নারী দলের পর ভারতের ঘরোয়া ক্রিকেটের কোচের দায়িত্ব নিয়েছেন অঞ্জু জৈন।

বাংলাদেশ নারী দলের পর ভারতের ঘরোয়া ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন অঞ্জু জৈন। ভারতের বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনে নতুন চাকরি পেয়েছেন তিনি। বরোদা নারী দলের প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন অঞ্জু। তাঁর সহকারি কোচ হিসেবে যোগ দিচ্ছেন দেবিকা পালশিখর। গত দুই বছর বাংলাদেশ নারী দলের সহকারি কোচ ছিলেন তিনি।

নতুন দায়িত্ব পেয়ে বরোদার নারী ক্রিকেটে পরিবর্তন আনার আশ্বাস দিয়েছেন ভারতীয় নারী দলের সাবেক ক্রিকেটার অঞ্জু। টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, 'আমি দ্রুতই কাজে যোগ দিতে চাই। মেয়েদের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করতে চাই আমার কাজের মাধ্যমে। দলের মধ্যে আস্থার সম্পর্ক গড়তে চাই।'

অঞ্জু ও দেবিকা ২০১৮ সালে বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেন। চলতি বছরের মার্চে চুক্তি শেষ হয়। বিসিবি দুই ভারতীয় কোচের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিল না। জাতীয় দলের বেশ কয়েকজন নারী ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা গত বিশ্বকাপ শেষে কোচিং স্টাফের সদস্যদের সমালোচনাও করেছেন। গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর কোচিং স্টাফে পরিবর্তন আনতে চেয়েছিল বিসিবি। নতুন কোচের খোঁজার প্রক্রিয়াও শুরু হয়।

তবে বাংলাদেশের হয়ে অঞ্জুর অর্জনও কম নয়। তিনি দায়িত্ব নেওয়ার পরই বাংলাদেশ গত নারী এশিয়া কাপে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। এখন পর্যন্ত নারী ক্রিকেটে এটাই বাংলাদেশের সেরা অর্জন। তাঁর সময়ে পর পর দুটি বিশ্বকাপ বাছাই পর্বে শিরোপা জিতেছে বাংলাদেশ।