আলাদিনের কাছে কোভিডমুক্ত পৃথিবী চাইবেন ভুবনেশ্বর

স্ত্রীর সঙ্গে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ছবি: টুইটার
স্ত্রীর সঙ্গে ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার। ছবি: টুইটার
>ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার আজ টুইটারে আয়োজন করেছিলেন একটি প্রশ্নোত্তর পর্বের। ভক্তরা প্রশ্ন করবেন আর তিনি উত্তর দেবেন। ভক্তরা সুযোগ পেয়ে ইচ্ছেমতো প্রশ্ন করেছেন, ভুবিও উত্তর দিয়েছেন প্রাণখুলে

খেলা নেই, নেই অনুশীলনও। হাতে থাকা অফুরন্ত সময় কাটানো একটু কঠিনই হয়ে পড়েছে ক্রিকেটারদের জন্য। এ কারণেই হয়তো সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কিছু করে সময় কাটাচ্ছেন তাঁরা। ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার যেমন আজ টুইটারে আয়োজন করেছিলেন একটি প্রশ্নোত্তর পর্বের। ভক্তরা প্রশ্ন করবেন আর তিনি উত্তর দেবেন।

ভক্তরা যেমন সুযোগ পেয়ে ইচ্ছেমতো প্রশ্ন করেছেন, ভুবিও উত্তর দিয়েছেন প্রাণখুলে। মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো—কাকে বেশি ভালো লাগে ভুবনেশ্বরের? এমন প্রশ্ন যেমন ছিল, তেমনি ছিল ভুবির ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন। এক ভক্ত তো ভুবনেশ্বরের স্ত্রী নুপুর সম্পর্কেও জানতে চেয়েছেন। সংক্ষেপে স্ত্রীকে কীভাবে বর্ণনা করবেন? এই প্রশ্নের উত্তরে ভুবনেশ্বর মজা করেই উত্তর দিয়েছেন।

স্ত্রী সম্পর্কে জানাতে গিয়ে ভারতীয় পেসার বলেছেন, ‌'বুদ্ধিমতি, তরিৎকর্মা আর প্রচণ্ড রকমের কুকুরপ্রেমী। কখনো কখনো তো আমার চেয়ে সে কুকুরকেই বেশি ভালোবাসে!' এক ভক্ত আবার জিজ্ঞেস করেছেন, ‌'আপনাকে নিয়ে বানানো মিম দেখলে কেমন লাগে?' ভুবির উত্তর, ‌'আমার খুব হাসি পায়।'

একজন পেসার যদি তিনটি ইচ্ছে পূরণ করিয়ে নেবার সুযোগ পান তাহলে কী কী চাইতে পারেন? কে কী চাইবেন কে জানে, তবে ভুবি নিজের জন্য কিছু চাইবেন না বলেই জানালেন। এক ভক্ত প্রশ্ন করেছিলেন, ‌'আলাদিনের জাদুর প্রদীপ পেলে কোন তিনটি ইচ্ছে পূরণের কথা বলবেন?' ভুবনেশ্বর খুব সাবলিলভাবেই উত্তর দিয়েছেন, ‌'প্রথমত আমি প্রদীপের জ্বীনকে বলব পৃথিবীকে কোভিডমুক্ত করে দিতে। দ্বিতীয় ইচ্ছেটা জরুরি কাজে লাগানোর জন্য রেখে দেব। আর তিন নম্বরটা হচ্ছে ওই জ্বীনটাকে চিরদিনের জন্য মুক্ত করে দেওয়া।'

পৃথিবীতে কিছু বদল করার সুযোগ পেলে কী করবেন ভুবি? কিছু নয়, পৃথিবীটাকে যে খুব ভালোবাসেন তিনি, ‌'পৃথিবীটা খুব সুন্দর জায়গা। কোনো কিছুই বদলের দরকার নেই।' রোনালদো আর মেসির মধ্যে আর্জেন্টিনার অধিনায়ক মেসিকেই বেশি ভালো লাগে ভুবনেশ্বরের।
এক ভক্ত তো ভুবিকে মনে করিয়ে দিয়েছেন তাঁর প্রথম আয়ের কথা। কেমন ছিল সেই আয়? আর তা দিয়ে কিই-বা করেছিলেন ভুবি? সময়ের অন্যতম সেরা পেসারের উত্তর, ‌'৩০০০ রুপি। এটা দিয়ে আমি কিছু কেনাকাটা করেছিলাম। এরপর কিছু রুপি জমাতেও পেরেছিলাম।'