নেইমারদের খেলা দেখাবে নেটফ্লিক্স?

এবার লিগ ওয়ান জিতেছে পিএসজি। ছবি: টুইটার
এবার লিগ ওয়ান জিতেছে পিএসজি। ছবি: টুইটার

নেটফ্লিক্স এর আগেও ফুটবলের বাজার ধরার চেষ্টা করেছে। গত মার্চে ‘গার্ডিয়ান’ জানিয়েছিল ব্রিটেনের বাজার ধরতে ইংলিশ প্রিমিয়ার লিগের স্বত্ব কেনার চেষ্টা করছে এই অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা। এবার ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ এর খবর, ফ্রান্সের শীর্ষস্থানীয় ফুটবল লিগ (লিগ ওয়ান) সম্প্রচারের স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। আগামী মৌসুমের শুরু থেকে এটি কার্যকর হবে।

এবার লিগ ওয়ান জিতে নেয় নেইমারদের পিএসজি। তারকাবহুল এ ক্লাবের খ্যাতি রয়েছে ফ্রান্সের বাইরেও। সেখানে নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো তারকা থাকায় খুব স্বাভাবিকভাবেই লিগ ওয়ান নিয়ে আগ্রহ থাকে ফুটবলপ্রেমীদের। নেটফ্লিক্স লিগ ওয়ান সম্প্রচারের স্বত্ব পাওয়ায় আসরটি আরও বেশিসংখ্যক খেলাপ্রেমীর কাছে পৌঁছে যাবে। তবে ইউরোপের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবকিছু এখনো নিশ্চিত নয়। যদিও লেকিপের খবর, ১৭ আগস্ট থেকে লিগ ওয়ান সম্প্রচার করার বিষয়ে মিডিয়াপ্রোর সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে নেটফ্লিক্স। লিগ ওয়ানের আগামী মৌসুমে ২২-২৩ আগস্ট মাঠে গড়াবে প্রথম রাউন্ডের ম্যাচ।

স্প্যানিশ সম্প্রচার সংস্থা মিডিয়াপ্রো-র কাছ থেকে ফরাসি টিভি চ্যানেল আরএমসি স্পোর্টসও চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ দেখানো নিয়ে সম্মতিতে পৌঁছেছে। এই সেবা পেতে প্রতি মাসে খরচ হবে ৩০ ইউরো। গ্রাহকদের হিসেবটা বাৎসরিক। ফুটবলে অর্থের জোগানে টিভি সম্প্রচার স্বত্ব এখন ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথাগত সম্প্রচারমাধ্যমের বাইরেও এ নিয়ে সব সময় অন্য সব সেবামাধ্যমে খেলা দেখানোর সুযোগ খোঁজা হয়।