'হারিকেনে' পথ চিনল ইংল্যান্ড

১ / ১
৯০ মিনিট পর্যন্তও ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। ইংলিশ-সমর্থকদের তো মাথায় হাত। তিউনিসিয়ার মতো দলের কাছেও পয়েন্ট হারাতে হবে! না, হ্যারি কেনের মতো অধিনায়ক থাকায় ভীতিটা তাড়াতে পেরেছে দলটি। ১১ মিনিটে তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে তিউনিসিয়া সমতায় ফিরে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার খুব কাছে পৌঁছে গেলেও ইংলিশ ‘হারিকেন’-এর জন্য পারেনি। যোগ করা সময়ে ঠিকই জয়সূচক গোলটা আদায় করে নেন কেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে জেতানোর এই উল্লাসটাই কালকের সেরা ছবি।
৯০ মিনিট পর্যন্তও ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। ইংলিশ-সমর্থকদের তো মাথায় হাত। তিউনিসিয়ার মতো দলের কাছেও পয়েন্ট হারাতে হবে! না, হ্যারি কেনের মতো অধিনায়ক থাকায় ভীতিটা তাড়াতে পেরেছে দলটি। ১১ মিনিটে তাঁর গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে তিউনিসিয়া সমতায় ফিরে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার খুব কাছে পৌঁছে গেলেও ইংলিশ ‘হারিকেন’-এর জন্য পারেনি। যোগ করা সময়ে ঠিকই জয়সূচক গোলটা আদায় করে নেন কেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেশকে জেতানোর এই উল্লাসটাই কালকের সেরা ছবি।