মোমেন্ট অব দ্য ম্যাচ - পিকের পোষমানা পাখি!

১ / ১
স্পেনের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন জেরার্ড পিকে। আরেকটু হলেই উপলক্ষটা পণ্ড হতো! ৮২ মিনিটে ইরানের ভাহিদ আমিরি তাঁর দুই পায়ের মধ্য দিয়ে ‘নাটমেগ’ করে লজ্জায় ফেলে দিয়েছিলেন। গোল না হওয়ায় সেযাত্রায় রক্ষা। তবে পিকে গ্যালারির দর্শকদের মন জিতেছেন কিক-অফের আগেই। তখন ছোট্ট একটা পাখি চষে বেড়াচ্ছিল মাঠে। খেলা শুরু হলে হয়তো যে কারও বুটের তলায় তার ভবলীলা সাঙ্গ হতো। কিন্তু ত্রাণকর্তা হয়ে এলেন পিকে। নজরে পড়তেই পাখিটিকে দুহাত দিয়ে আলতো করে তুলে ছেড়ে দিয়েছিলেন। কে জানে, প্রাণ বাঁচানোয় পিকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই পাখিটি ফিরে এসেছিল মাঠে! শেষ পর্যন্ত ইস্কো সেই পাখিকে টাচলাইনের ওপাশে রেখে এলেও পিকের মুঠো গলে পাখিটার ডানা মেলার দৃশ্যই গতকালের সেরা ছবি।
স্পেনের জার্সিতে শততম ম্যাচ খেলতে নেমেছিলেন জেরার্ড পিকে। আরেকটু হলেই উপলক্ষটা পণ্ড হতো! ৮২ মিনিটে ইরানের ভাহিদ আমিরি তাঁর দুই পায়ের মধ্য দিয়ে ‘নাটমেগ’ করে লজ্জায় ফেলে দিয়েছিলেন। গোল না হওয়ায় সেযাত্রায় রক্ষা। তবে পিকে গ্যালারির দর্শকদের মন জিতেছেন কিক-অফের আগেই। তখন ছোট্ট একটা পাখি চষে বেড়াচ্ছিল মাঠে। খেলা শুরু হলে হয়তো যে কারও বুটের তলায় তার ভবলীলা সাঙ্গ হতো। কিন্তু ত্রাণকর্তা হয়ে এলেন পিকে। নজরে পড়তেই পাখিটিকে দুহাত দিয়ে আলতো করে তুলে ছেড়ে দিয়েছিলেন। কে জানে, প্রাণ বাঁচানোয় পিকের প্রতি কৃতজ্ঞতা জানাতেই পাখিটি ফিরে এসেছিল মাঠে! শেষ পর্যন্ত ইস্কো সেই পাখিকে টাচলাইনের ওপাশে রেখে এলেও পিকের মুঠো গলে পাখিটার ডানা মেলার দৃশ্যই গতকালের সেরা ছবি।