মোমেন্ট অব দ্য ম্যাচ: শিশুতোষ!

১ / ১
সার্জিও রোমেরো থাকলে উইলি কাবায়েরোর হয়তো বিশ্বকাপ খেলাই হতো না। কিন্তু রোমেরোর চোটের কারণে আর্জেন্টিনা দলে সুযোগ পেয়ে তিনি সেটি কাজে লাগাতে পারলেন না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি পুরোদস্তুর ‘খলনায়ক’।  শুরু থেকেই এলোমেলো ছিলেন। অনেক বারই ফাঁড়া কাটিয়েছেন। কিন্তু ৫৩ মিনিটে আর ভাগ্য সহায় হয়নি। ক্রোয়াট উইঙ্গার আন্তে রেবিচ সামনে দাঁড়িয়ে অথচ সতীর্থকে শিক্ষানবিশের মতো পাস দিতে গেলেন। শিশুতোষ ভুলে গোল খেয়ে গেল আর্জেন্টিনা। যে গোলে পরিষ্কার হয়ে যায় আর্জেন্টিনার বিপর্যয়ের পথ। সেই শিশুতোষ ভুলের প্রায়শ্চিত্তই কাবায়েরো করছেন এভাবে। আর্জেন্টাইন গোলরক্ষকের এই ছবিটিই হয়ে উঠেছে গতকালকের মুহূর্ত। আর এটি যেন গোটা আর্জেন্টিনা দলেরই প্রতিচ্ছবি।
সার্জিও রোমেরো থাকলে উইলি কাবায়েরোর হয়তো বিশ্বকাপ খেলাই হতো না। কিন্তু রোমেরোর চোটের কারণে আর্জেন্টিনা দলে সুযোগ পেয়ে তিনি সেটি কাজে লাগাতে পারলেন না। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের ম্যাচে তিনি পুরোদস্তুর ‘খলনায়ক’। শুরু থেকেই এলোমেলো ছিলেন। অনেক বারই ফাঁড়া কাটিয়েছেন। কিন্তু ৫৩ মিনিটে আর ভাগ্য সহায় হয়নি। ক্রোয়াট উইঙ্গার আন্তে রেবিচ সামনে দাঁড়িয়ে অথচ সতীর্থকে শিক্ষানবিশের মতো পাস দিতে গেলেন। শিশুতোষ ভুলে গোল খেয়ে গেল আর্জেন্টিনা। যে গোলে পরিষ্কার হয়ে যায় আর্জেন্টিনার বিপর্যয়ের পথ। সেই শিশুতোষ ভুলের প্রায়শ্চিত্তই কাবায়েরো করছেন এভাবে। আর্জেন্টাইন গোলরক্ষকের এই ছবিটিই হয়ে উঠেছে গতকালকের মুহূর্ত। আর এটি যেন গোটা আর্জেন্টিনা দলেরই প্রতিচ্ছবি।