মোমেন্ট অব দ্য ম্যাচ: মুহূর্তের মহিমা

১ / ১
অনেকেরই মনে হয়েছিল জার্মানির আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু ছবিটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারত। নিশ্চিতভাবেই এটি সেই মুহূর্ত। শেষ পর্যন্ত হার না মানা লড়াকু জার্মানির প্রতিচ্ছবি। টনি ক্রুস যেটি ম্যাচের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তুলির শেষ আঁচড়ে। ম্যাচের যোগ করা সময়েরও শেষের দিকে সুইডিশ ডি বক্সের ডান প্রান্তে ফ্রিকিক মিলল জার্মানির। টেলিভিশন ধারাভাষ্যকার বলছিলেন, এটাই শেষ সুযোগ জার্মানির। ক্রুস গেলেন ফ্রিকিক নিতে, মার্কো রয়েসের সঙ্গে একটা আদান-প্রদান করেই সুইডেনের পোস্টে তাঁর বাঁকানো শট। গোলরক্ষক রবিন ওলসেন শূন্যে পুরোপুরি শরীরটা ভাসিয়ে দিয়েও তার নাগাল পেলেন না। বলটা ঠিকই আশ্রয় নিল জালে। তার আগে দুই দলকে মুহূর্তের জন্য হলেও আশা ও শঙ্কায় রাখা এই স্থিরচিত্র শুধু ওই ম্যাচ কি কালকে দিনেরই সেরা ছবি!
অনেকেরই মনে হয়েছিল জার্মানির আর কোনো সম্ভাবনা নেই। কিন্তু ছবিটা যে কোনো মুহূর্তে বদলে যেতে পারত। নিশ্চিতভাবেই এটি সেই মুহূর্ত। শেষ পর্যন্ত হার না মানা লড়াকু জার্মানির প্রতিচ্ছবি। টনি ক্রুস যেটি ম্যাচের ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তুলির শেষ আঁচড়ে। ম্যাচের যোগ করা সময়েরও শেষের দিকে সুইডিশ ডি বক্সের ডান প্রান্তে ফ্রিকিক মিলল জার্মানির। টেলিভিশন ধারাভাষ্যকার বলছিলেন, এটাই শেষ সুযোগ জার্মানির। ক্রুস গেলেন ফ্রিকিক নিতে, মার্কো রয়েসের সঙ্গে একটা আদান-প্রদান করেই সুইডেনের পোস্টে তাঁর বাঁকানো শট। গোলরক্ষক রবিন ওলসেন শূন্যে পুরোপুরি শরীরটা ভাসিয়ে দিয়েও তার নাগাল পেলেন না। বলটা ঠিকই আশ্রয় নিল জালে। তার আগে দুই দলকে মুহূর্তের জন্য হলেও আশা ও শঙ্কায় রাখা এই স্থিরচিত্র শুধু ওই ম্যাচ কি কালকে দিনেরই সেরা ছবি!