মোমেন্ট অব দ্য ম্যাচ:উড়ন্ত হয়েও ব্যর্থ

১ / ১
জো হার্ট ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলে জর্ডান পিকফোর্ডের হয়তো কালকের ম্যাচটা খেলা হতো না। পিকফোর্ড ইংল্যান্ডের গোলপোস্ট যে অক্ষত রাখতে পেরেছেন সেটাও নয়। বেলজিয়ামের অ্যাটাকিং মিডফিল্ডার আদনান ইয়ানুজাইয়ের বাঁকানো শট ঠেকাতে সামর্থ্যের সবটুকুই নিংড়ে দিয়েছিলেন পিকফোর্ড। তারপরও ফাঁকিতে পরেছেন। বলটা তাঁকে এভাবে শূন্যে রেখে আশ্রয় নিয়েছে জালে। কিন্তু পিকফোর্ডের এই ছবিটা যেন বিশ্বের তাবৎ গোলরক্ষকের হয়ে দলের জন্য চেষ্টার প্রতীকী স্থিরচিত্র। একজন গোলরক্ষক দলের শেষ ভরসা হয়ে কীভাবে নিজেকে নিংড়ে দেন, এই ছবি তার প্রমাণ।
জো হার্ট ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলে জর্ডান পিকফোর্ডের হয়তো কালকের ম্যাচটা খেলা হতো না। পিকফোর্ড ইংল্যান্ডের গোলপোস্ট যে অক্ষত রাখতে পেরেছেন সেটাও নয়। বেলজিয়ামের অ্যাটাকিং মিডফিল্ডার আদনান ইয়ানুজাইয়ের বাঁকানো শট ঠেকাতে সামর্থ্যের সবটুকুই নিংড়ে দিয়েছিলেন পিকফোর্ড। তারপরও ফাঁকিতে পরেছেন। বলটা তাঁকে এভাবে শূন্যে রেখে আশ্রয় নিয়েছে জালে। কিন্তু পিকফোর্ডের এই ছবিটা যেন বিশ্বের তাবৎ গোলরক্ষকের হয়ে দলের জন্য চেষ্টার প্রতীকী স্থিরচিত্র। একজন গোলরক্ষক দলের শেষ ভরসা হয়ে কীভাবে নিজেকে নিংড়ে দেন, এই ছবি তার প্রমাণ।