মোমেন্ট অব দ্য ম্যাচ:২৫০০তম গোল!

১ / ১
ফখরেদ্দিন বেন ইউসেফ। নামটা না শোনারই কথা। তিউনিসিয়ার এই উইঙ্গারের ভাগ্য বটে! ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন তিউনিসিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক মৌয়েজ হাসেন। পরের ম্যাচে চোট পান তাঁদের দ্বিতীয় গোলরক্ষক ফারুক বেন মুস্তফা। বাকি ছিলেন শুধু তাঁদের তৃতীয় গোলরক্ষক আয়মেন মাথলৌথি। কাল পানামার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে তাই ভীষণ বিপদেই পড়েছিল তিউনিসিয়া। দলে অতিরিক্ত একজন গোলরক্ষক যে নেই! ফিফার কাছে চেয়েও অনুমতি মেলেনি। বেন ইউসেফকে তাই ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল দ্বিতীয় গোলরক্ষক হিসেবে। যদিও খেলেছেন প্রথম একাদশের হয়েই। ৫১ মিনিটে নামও লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের পাতায়। পানামার বিপক্ষে তাঁর গোলটি যে বিশ্বকাপ চূড়ান্তপর্বের ইতিহাসে ২৫০০তম গোল!
ফখরেদ্দিন বেন ইউসেফ। নামটা না শোনারই কথা। তিউনিসিয়ার এই উইঙ্গারের ভাগ্য বটে! ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে পড়েছিলেন তিউনিসিয়ার প্রথম পছন্দের গোলরক্ষক মৌয়েজ হাসেন। পরের ম্যাচে চোট পান তাঁদের দ্বিতীয় গোলরক্ষক ফারুক বেন মুস্তফা। বাকি ছিলেন শুধু তাঁদের তৃতীয় গোলরক্ষক আয়মেন মাথলৌথি। কাল পানামার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে তাই ভীষণ বিপদেই পড়েছিল তিউনিসিয়া। দলে অতিরিক্ত একজন গোলরক্ষক যে নেই! ফিফার কাছে চেয়েও অনুমতি মেলেনি। বেন ইউসেফকে তাই ম্যাচের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল দ্বিতীয় গোলরক্ষক হিসেবে। যদিও খেলেছেন প্রথম একাদশের হয়েই। ৫১ মিনিটে নামও লিখিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের পাতায়। পানামার বিপক্ষে তাঁর গোলটি যে বিশ্বকাপ চূড়ান্তপর্বের ইতিহাসে ২৫০০তম গোল!