মোমেন্ট অব দ্য ম্যাচ: বাঁ পায়ের জাদু!

১ / ১
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে কালকের ম্যাচের আগে বেলজিয়াম-ইংল্যান্ড ছিল সমানে-সমান। দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা এই দুই দল কাল অনেকগুলো পরিবর্তন নিয়েই মাঠে নেমেছিল। উদ্দেশ্য, মূল একাদশের খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দেওয়া। সে সুযোগে বেলজিয়ামের মূল একাদশে ঢোকা আদনান ইয়ানুজাই কাল চমক দেখালেন তাঁর দুরন্ত বাঁ পায়ে। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ইংলিশ ডি বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে পরাস্ত করলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। এই গোলেই দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে যায়—জাপান। ইংল্যান্ডকে খেলতে হবে কলম্বিয়ার সঙ্গে
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে কালকের ম্যাচের আগে বেলজিয়াম-ইংল্যান্ড ছিল সমানে-সমান। দুই ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা এই দুই দল কাল অনেকগুলো পরিবর্তন নিয়েই মাঠে নেমেছিল। উদ্দেশ্য, মূল একাদশের খেলোয়াড়দের কিছুটা বিশ্রাম দেওয়া। সে সুযোগে বেলজিয়ামের মূল একাদশে ঢোকা আদনান ইয়ানুজাই কাল চমক দেখালেন তাঁর দুরন্ত বাঁ পায়ে। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ইংলিশ ডি বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে বাঁ পায়ের বাঁকানো শটে পরাস্ত করলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। এই গোলেই দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের প্রতিপক্ষ নিশ্চিত হয়ে যায়—জাপান। ইংল্যান্ডকে খেলতে হবে কলম্বিয়ার সঙ্গে