মোমেন্ট অব দ্য ম্যাচ: বাঁচালি ভাই!

১ / ১
অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে পেনাল্টি মিস করেন লুকা মডরিচ। স্পটকিক থেকে তখন গোল করতে পারলে ম্যাচটা হয়তো টাইব্রেকারে গড়াত না। সেই মিসের পর ক্রোয়াট তারকার কী মনে হয়েছে কে জানে? টাইব্রেকারে গেলে দল যদি হেরে যায়, তাহলে তো দায়ভার অনেকটাই তাঁর ওপর বর্তাবে ! মডরিচের এই শঙ্কা দূর করেছেন ক্রোয়াট গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। টাইব্রেকারে তাঁর বীরত্বেই শেষ আটে উঠেছে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে মডরিচ তাই আনন্দে পাগলপারা হয়ে ছুটে যাচ্ছেন সতীর্থের কাছে। যেন বলতে চাইছেন, বাঁচালি ভাই! তুই না থাকলে আমার যে কী হতো!
অতিরিক্ত সময়ের খেলা শেষ হওয়ার ৪ মিনিট আগে পেনাল্টি মিস করেন লুকা মডরিচ। স্পটকিক থেকে তখন গোল করতে পারলে ম্যাচটা হয়তো টাইব্রেকারে গড়াত না। সেই মিসের পর ক্রোয়াট তারকার কী মনে হয়েছে কে জানে? টাইব্রেকারে গেলে দল যদি হেরে যায়, তাহলে তো দায়ভার অনেকটাই তাঁর ওপর বর্তাবে ! মডরিচের এই শঙ্কা দূর করেছেন ক্রোয়াট গোলরক্ষক দানিয়েল সুবাসিচ। টাইব্রেকারে তাঁর বীরত্বেই শেষ আটে উঠেছে ক্রোয়েশিয়া। ম্যাচ শেষে মডরিচ তাই আনন্দে পাগলপারা হয়ে ছুটে যাচ্ছেন সতীর্থের কাছে। যেন বলতে চাইছেন, বাঁচালি ভাই! তুই না থাকলে আমার যে কী হতো!