মোমেন্ট অব দ্য ম্যাচ: লরিসের হাতে আটক উরুগুয়ের স্বপ্ন!

১ / ১
‘এত কাছে তবু কত দূরে।’ ফ্রান্সের গোলরক্ষক ও অধিনায়ক হুগো লরিসের বেলায় কথাটা যেন উল্টো, ‘বল কত দূরে, তবু এত কাছে।’ উরুগুইয়ান ডিফেন্ডার মার্টিন কাসেরেসের হেড থেকে বল নিশ্চিতভাবেই যাচ্ছিল জালে। কিন্তু লরিস যেন হয়ে উঠলেন বাজপাখি। শূন্যে ঝাঁপিয়ে ডান হাতটা জালের মতো ছড়িয়ে দিয়ে অবিশ্বাস্যভাবে সেভ করলেন। সমতায় ফেরা হলো না উরুগুয়ের। অধিনায়কের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্রান্সের বাকি খেলোয়াড়েরাও হয়ে ওঠেন আরও বেশি প্রাণবন্ত।
‘এত কাছে তবু কত দূরে।’ ফ্রান্সের গোলরক্ষক ও অধিনায়ক হুগো লরিসের বেলায় কথাটা যেন উল্টো, ‘বল কত দূরে, তবু এত কাছে।’ উরুগুইয়ান ডিফেন্ডার মার্টিন কাসেরেসের হেড থেকে বল নিশ্চিতভাবেই যাচ্ছিল জালে। কিন্তু লরিস যেন হয়ে উঠলেন বাজপাখি। শূন্যে ঝাঁপিয়ে ডান হাতটা জালের মতো ছড়িয়ে দিয়ে অবিশ্বাস্যভাবে সেভ করলেন। সমতায় ফেরা হলো না উরুগুয়ের। অধিনায়কের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ফ্রান্সের বাকি খেলোয়াড়েরাও হয়ে ওঠেন আরও বেশি প্রাণবন্ত।