মোমেন্ট অব দ্য ম্যাচ: ভালোবাসা

১ / ১
দর্শকেরা খেলার প্রাণ। দর্শকদের অনুপ্রেরণা আর ভালোবাসায় দল উজ্জীবিত হয়। দুর্দান্ত কিছু করার তাগিদ অনুভব করেন খেলোয়াড়েরা। দর্শকেরা তো সব দলেরই ‘দ্বাদশ’ খেলোয়াড়। বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচে দেখা যায়, দর্শকদের ভালোবাসার জবাব দিতে কোচ কিংবা খেলোয়াড়েরা চলে যান গ্যালারির কাছে। আজ কাইল ওয়াকারও গেলেন। সামারায় সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। যে দর্শকেরা মাঠে থেকে দলকে অনুপ্রাণিত করেছেন, ম্যাচ শেষে তাঁদের কাছে চলে গেলেন ওয়াকার। ভাগাভাগি করে নিলেন স্মরণীয় মুহূর্তটা। উপহার হিসেবে দিয়ে এলেন নিজের জার্সি। খেলোয়াড়-দর্শকের একে অপরের প্রতি এই ভালোবাসা মুগ্ধ না করে কি পারে!
দর্শকেরা খেলার প্রাণ। দর্শকদের অনুপ্রেরণা আর ভালোবাসায় দল উজ্জীবিত হয়। দুর্দান্ত কিছু করার তাগিদ অনুভব করেন খেলোয়াড়েরা। দর্শকেরা তো সব দলেরই ‘দ্বাদশ’ খেলোয়াড়। বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচে দেখা যায়, দর্শকদের ভালোবাসার জবাব দিতে কোচ কিংবা খেলোয়াড়েরা চলে যান গ্যালারির কাছে। আজ কাইল ওয়াকারও গেলেন। সামারায় সুইডেনকে ২-০ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। যে দর্শকেরা মাঠে থেকে দলকে অনুপ্রাণিত করেছেন, ম্যাচ শেষে তাঁদের কাছে চলে গেলেন ওয়াকার। ভাগাভাগি করে নিলেন স্মরণীয় মুহূর্তটা। উপহার হিসেবে দিয়ে এলেন নিজের জার্সি। খেলোয়াড়-দর্শকের একে অপরের প্রতি এই ভালোবাসা মুগ্ধ না করে কি পারে!