মোমেন্ট অব দ্য ম্যাচ: জীবন ফিরে পাওয়ার মুহূর্ত!

১ / ১
দশ মিনিট, আট মিনিট, পাঁচ মিনিট করে সময় আসছিল ফুরিয়ে। একটা বল নিয়ে রাশিয়ান খেলোয়াড়েরা ক্রোয়েশিয়া বক্সে গেলে লাল সাগরে গর্জন উঠছিল। আর একটা গোল করতে পারলে ম্যাচটা যে আরও আয়ু পেয়ে যেতে পারে টাইব্রেকারে। পাঁচ মিনিট বাকি থাকতে ১১৫ মিনিটে এসে ২৭ বছর বয়সী মারিও ফার্নান্দেস ক্রোয়েশিয়ার জালে হেড করে বল জড়িয়ে দিয়ে সে কাজটাই করলেন। আর রাশিয়া যেন ফিরে পেল জীবন ফিরে পাওয়ার আনন্দ। কিন্তু টাইব্রেকারে হেরে যাওয়ায় শেষ রক্ষেটা হলো না তাদের।
দশ মিনিট, আট মিনিট, পাঁচ মিনিট করে সময় আসছিল ফুরিয়ে। একটা বল নিয়ে রাশিয়ান খেলোয়াড়েরা ক্রোয়েশিয়া বক্সে গেলে লাল সাগরে গর্জন উঠছিল। আর একটা গোল করতে পারলে ম্যাচটা যে আরও আয়ু পেয়ে যেতে পারে টাইব্রেকারে। পাঁচ মিনিট বাকি থাকতে ১১৫ মিনিটে এসে ২৭ বছর বয়সী মারিও ফার্নান্দেস ক্রোয়েশিয়ার জালে হেড করে বল জড়িয়ে দিয়ে সে কাজটাই করলেন। আর রাশিয়া যেন ফিরে পেল জীবন ফিরে পাওয়ার আনন্দ। কিন্তু টাইব্রেকারে হেরে যাওয়ায় শেষ রক্ষেটা হলো না তাদের।