মোমেন্ট অব দ্য ম্যাচ: এই মুহূর্তটার জন্য কত অপেক্ষা

১ / ১
‘আহ বিশ্বকাপটা যদি মাথার ওপর তুলে ধরতে পারতাম’ সব ফুটবলারের জীবনেই থাকে এই স্বপ্নটা। এর জন্য কত ত্যাগ, কত পরিশ্রম, কত আত্মনিবেদন-এত কিছুর পরেও পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষের হাতের মুঠোয় ধরা দেই স্বপ্নটি। শিরোপার মঞ্চে নামার আগে যার হাত ছোঁয়া দূরত্বে থাকে এই বিশ্বকাপ ট্রফি, তাঁদেরও তো হেরে গিয়ে সোনালি ট্রফিটা ছোঁয়ার সৌভাগ্য হয় না। কেবল জয়ীরাই পারে ট্রফিটিকে চুমু দিতে, উঁচু করে ধরতে। সেই সৌভাগ্যবান এখন লরিস, গ্রিজম্যান, পগবারা।
‘আহ বিশ্বকাপটা যদি মাথার ওপর তুলে ধরতে পারতাম’ সব ফুটবলারের জীবনেই থাকে এই স্বপ্নটা। এর জন্য কত ত্যাগ, কত পরিশ্রম, কত আত্মনিবেদন-এত কিছুর পরেও পৃথিবীর হাতে গোনা কয়েকজন মানুষের হাতের মুঠোয় ধরা দেই স্বপ্নটি। শিরোপার মঞ্চে নামার আগে যার হাত ছোঁয়া দূরত্বে থাকে এই বিশ্বকাপ ট্রফি, তাঁদেরও তো হেরে গিয়ে সোনালি ট্রফিটা ছোঁয়ার সৌভাগ্য হয় না। কেবল জয়ীরাই পারে ট্রফিটিকে চুমু দিতে, উঁচু করে ধরতে। সেই সৌভাগ্যবান এখন লরিস, গ্রিজম্যান, পগবারা।