বাংলাওয়াশ!

১ / ১৫
১১০ বলে সৌম্যর অপরাজিত ১২৭ রানের ইনিংসটি সাহসের এক প্রদর্শনী বটে! যে ইনিংসটিকে মণিমুক্তাখচিত করে তুলেছে ১৩টি চার আর ৬টি ছয়। ছবি: শামসুল হক
১১০ বলে সৌম্যর অপরাজিত ১২৭ রানের ইনিংসটি সাহসের এক প্রদর্শনী বটে! যে ইনিংসটিকে মণিমুক্তাখচিত করে তুলেছে ১৩টি চার আর ৬টি ছয়। ছবি: শামসুল হক
২ / ১৫
বিজয়ের হুংকার। কালকের জয়ের নায়ক সৌম্য সরকারের সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার এই উদ্‌যাপন বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। ছবি: শামসুল হক
বিজয়ের হুংকার। কালকের জয়ের নায়ক সৌম্য সরকারের সঙ্গে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার এই উদ্‌যাপন বদলে যাওয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। ছবি: শামসুল হক
৩ / ১৫
বাংলাদেশকে জিতিয়ে যখন মুশফিকুর রহিমের সঙ্গে মাঠ ছাড়ছেন সৌম্য, তখন তাঁর নামের পাশে অপরাজিত ১২৭ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সৌম্যকে এনে দিল ম্যাচসেরার পুরস্কারও। ছবি: শামসুল হক
বাংলাদেশকে জিতিয়ে যখন মুশফিকুর রহিমের সঙ্গে মাঠ ছাড়ছেন সৌম্য, তখন তাঁর নামের পাশে অপরাজিত ১২৭ রান। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি সৌম্যকে এনে দিল ম্যাচসেরার পুরস্কারও। ছবি: শামসুল হক
৪ / ১৫
উইনিং শট। চার! মুশফিকের ব্যাট থেকে আসা এই চার ঈদের আনন্দ ছড়িয়ে দিল বাংলাদেশ শিবিরে। ছবি: শামসুল হক
উইনিং শট। চার! মুশফিকের ব্যাট থেকে আসা এই চার ঈদের আনন্দ ছড়িয়ে দিল বাংলাদেশ শিবিরে। ছবি: শামসুল হক
৫ / ১৫
কোচ চন্ডিকা হাথুরুসিংহ ও অধিনায়ক মাশরাফি একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। ছবি: শামসুল হক
কোচ চন্ডিকা হাথুরুসিংহ ও অধিনায়ক মাশরাফি একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। ছবি: শামসুল হক
৬ / ১৫
সৌম্যের ব্যাটে নতুনের আবাহন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর জিতেছে দলও। সঙ্গে পরীক্ষিত যোদ্ধা মুশফিক। ছবি: শামসুল হক
সৌম্যের ব্যাটে নতুনের আবাহন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির পর জিতেছে দলও। সঙ্গে পরীক্ষিত যোদ্ধা মুশফিক। ছবি: শামসুল হক
৭ / ১৫
প্রায় সাড়ে ৮ রানরেটে সৌম্য আর মুশফিকুরের হার না-মানা ৯৭ রানের জুটি। ছবি: শামসুল হক
প্রায় সাড়ে ৮ রানরেটে সৌম্য আর মুশফিকুরের হার না-মানা ৯৭ রানের জুটি। ছবি: শামসুল হক
৮ / ১৫
তামিমের দুই হাত ভরিয়ে দিয়েছে এই সিরিজ। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও ভেঙে দিলেন কাল। রেকর্ডটা কার ছিল, জানেন? তামিম ইকবালেরই! ছবি: শামসুল হক
তামিমের দুই হাত ভরিয়ে দিয়েছে এই সিরিজ। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড গড়েছেন। দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ডটাও ভেঙে দিলেন কাল। রেকর্ডটা কার ছিল, জানেন? তামিম ইকবালেরই! ছবি: শামসুল হক
৯ / ১৫
বাংলাদেশি বোলারদের পারফরম্যান্সে হঠাৎই খেই হারাল পাকিস্তানের ব্যাটিং। উল্লাস রুবেল, মাশরাফির। ছবি: শামসুল হক
বাংলাদেশি বোলারদের পারফরম্যান্সে হঠাৎই খেই হারাল পাকিস্তানের ব্যাটিং। উল্লাস রুবেল, মাশরাফির। ছবি: শামসুল হক
১০ / ১৫
কালও দারুণ এক ক্যাচ লুফেছেন নাসির হোসেন। ছবি: শামসুল হক
কালও দারুণ এক ক্যাচ লুফেছেন নাসির হোসেন। ছবি: শামসুল হক
১১ / ১৫
বল হাতে কাল সফল ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক
বল হাতে কাল সফল ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ছবি: শামসুল হক
১২ / ১৫
৯১ রানের উদ্বোধনী জুটি ছিল পাকিস্তানের। নাসির বাংলাদেশকে দিলেন প্রথম ব্রেক থ্রু। ছবি: শামসুল হক
৯১ রানের উদ্বোধনী জুটি ছিল পাকিস্তানের। নাসির বাংলাদেশকে দিলেন প্রথম ব্রেক থ্রু। ছবি: শামসুল হক
১৩ / ১৫
বাংলাওয়াশে গর্বিত টাইগার-ভক্তরা। ছবি: শামসুল হক
বাংলাওয়াশে গর্বিত টাইগার-ভক্তরা। ছবি: শামসুল হক
১৪ / ১৫
হাফিজকে ফিরিয়ে দিয়ে আরাফাত সানির বিশেষ ভঙ্গিমা। ছবি: শামসুল হক
হাফিজকে ফিরিয়ে দিয়ে আরাফাত সানির বিশেষ ভঙ্গিমা। ছবি: শামসুল হক
১৫ / ১৫
আগের দুই ম্যাচ জিতেও বাংলাদেশ দল ছিল অনেকটাই নির্লিপ্ত। উদ্‌যাপনটা যেন জমিয়ে রেখেছিল শেষ ম্যাচের জন্যই। পাকিস্তানকে ধবলধোলাই করে সেই উৎসবে লাল-সবুজ পতাকা থাকবে না, সেটাও কি হয়! ছবি: শামসুল হক
আগের দুই ম্যাচ জিতেও বাংলাদেশ দল ছিল অনেকটাই নির্লিপ্ত। উদ্‌যাপনটা যেন জমিয়ে রেখেছিল শেষ ম্যাচের জন্যই। পাকিস্তানকে ধবলধোলাই করে সেই উৎসবে লাল-সবুজ পতাকা থাকবে না, সেটাও কি হয়! ছবি: শামসুল হক