ফিরে দেখা ২০১৫: ট্র্যাকের 'বিদ্যুৎ', ট্র্যাকের 'ঝড়'

১ / ৮
আগস্টে বেইজিংয়ের বার্ডস নেস্টে বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের লড়াই। ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে ধরে রেখেছেন নিজের শ্রেষ্ঠত্ব।  ছবি: রয়টার্স
আগস্টে বেইজিংয়ের বার্ডস নেস্টে বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের লড়াই। ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে ধরে রেখেছেন নিজের শ্রেষ্ঠত্ব। ছবি: রয়টার্স
২ / ৮
এর পরই বোল্টের সেই বিখ্যাত উদযাপন। ছবি: রয়টার্স
এর পরই বোল্টের সেই বিখ্যাত উদযাপন। ছবি: রয়টার্স
৩ / ৮
আমিই ‘নাম্বার ওয়ান’—বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারের ফাইনালে সমাপ্তিরেখা ছোঁয়ার পর আঙুল উঁচিয়ে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস (ডানে)। দ্বিতীয় হয়েছেন ডাচকন্যা ড্যাফনে শিপার্স।  ছবি: রয়টার্স
আমিই ‘নাম্বার ওয়ান’—বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারের ফাইনালে সমাপ্তিরেখা ছোঁয়ার পর আঙুল উঁচিয়ে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস (ডানে)। দ্বিতীয় হয়েছেন ডাচকন্যা ড্যাফনে শিপার্স। ছবি: রয়টার্স
৪ / ৮
ড্যাফনে শিপার্স বেইজিংয়ে জিতলেন ২০০ মিটারের বিশ্ব শিরোপা। সেটাও গত ১৭ বছরের মধ্যে সেরা সময় করে। ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে ডাচকন্যা ভেঙেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেকর্ড। ছবি: রয়টার্স
ড্যাফনে শিপার্স বেইজিংয়ে জিতলেন ২০০ মিটারের বিশ্ব শিরোপা। সেটাও গত ১৭ বছরের মধ্যে সেরা সময় করে। ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে ডাচকন্যা ভেঙেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেকর্ড। ছবি: রয়টার্স
৫ / ৮
বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ভুলে হাতছাড়া করেছেন পদক। কান্নায় ভেঙে পড়লেন আমেরিকান অ্যাথলেট মলি হাডল।
বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ভুলে হাতছাড়া করেছেন পদক। কান্নায় ভেঙে পড়লেন আমেরিকান অ্যাথলেট মলি হাডল।
৬ / ৮
জাস্টিন গ্যাটলিনের জন্য বছরটা ছিল নিজেকে ফিরে পাওয়ার। আগের বছর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন। আমেরিকান এই স্প্রিন্টার একের পর এক ভালো টাইমিং উপহার দিচ্ছিলেন। ছবি: রয়টার্স
জাস্টিন গ্যাটলিনের জন্য বছরটা ছিল নিজেকে ফিরে পাওয়ার। আগের বছর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন। আমেরিকান এই স্প্রিন্টার একের পর এক ভালো টাইমিং উপহার দিচ্ছিলেন। ছবি: রয়টার্স
৭ / ৮
সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহও যথারীতি তাঁর রাজত্ব ধরে রেখেছেন ৫ ও ১০ হাজার মিটারে। ছবি: রয়টার্স
সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহও যথারীতি তাঁর রাজত্ব ধরে রেখেছেন ৫ ও ১০ হাজার মিটারে। ছবি: রয়টার্স
৮ / ৮
বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটিই মাত্র বিশ্ব রেকর্ড হয়েছে, সেটি ‘অলরাউন্ডার’ অ্যাশটন ইটনের। ছবি: এএফপি
বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটিই মাত্র বিশ্ব রেকর্ড হয়েছে, সেটি ‘অলরাউন্ডার’ অ্যাশটন ইটনের। ছবি: এএফপি