৯০ লাখ পি৯ বিক্রি

পি৯
পি৯

বিশ্বজুড়ে ৯০ লাখ ইউনিট পি৯ স্মার্টফোন বিক্রি হয়েছে বলে দাবি করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এ বছরের এপ্রিল মাসে এ ফোন বাজারে আনে প্রতিষ্ঠানটি।

এ বছরের সেপ্টেম্বর মাসে হুয়াওয়ে কর্তৃপক্ষ জানিয়েছিল, তারা মোট ৬০ লাখ ইউনিট পি৯ স্মার্টফোন বিক্রি করেছে। অর্থাৎ, গত দুই মাসে ৩০ লাখ ইউনিট পি৯ বিক্রি হয়েছে।
পি৯ স্মার্টফোনটির বড় ফিচার হচ্ছে এর পেছনে দুটি ক্যামেরা, যা ক্যামেরা নির্মাতা লেইকার সঙ্গে মিলে তৈরি করেছে হুয়াওয়ে। ফোনটির পেছনে দুটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা আছে যার অ্যাপারচার এফ/২.২। এর সামনে রয়েছে আট মেগাপিক্সেলের ক্যামেরা। অ্যান্ড্রয়েড ম্যার্শমেলো অপারেটিং সিস্টেমের ফোনটিতে ৫ দশমিক ২ ইঞ্চি মাপের ফুল এইচডি ডিসপ্লে আছে। ফোনটিতে হাই-সিলিকন কিরিন ৯৫৫ অক্টাকোর প্রসেসর, ৩ জিবি র‍্যাম, ৩২ জিবি বিল্টইন স্টোরেজ আছে। এর ব্যাটারি তিন হাজার মিলিঅ্যাম্পিয়ারের। তথ্যসূত্র: এনডিটিভি।
আরও পড়ুন: