ফেসবুকের মারাত্মক ভুল!

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

ফেসবুক প্রোফাইলে পরিচিত কাউকে ‘মৃত’ দেখালে আঁতকে উঠবেন না। কারণ, ভুলবশত প্রায় ২০ লাখের বেশি ফেসবুক প্রোফাইলে ‘মৃত’ কথাটি পোস্ট হয়ে গেছে। এসব প্রোফাইলের মধ্যে মার্ক জাকারবার্গের প্রোফাইলটিও ছিল। গতকাল শুক্রবার এক সফটওয়্যার ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘স্বল্প সময়ের জন্য মৃত মানুষের স্মরণে যেসব প্রোফাইল তৈরি করা হয়, তা অন্য অ্যাকাউন্টে পোস্ট হওয়া শুরু হয়ে যায়। এই মারাত্মক ভুলটি পরে দ্রুত ঠিক করা হয়।’
প্রায় ২০ লাখ প্রোফাইল পাতায় ভুলবশত মৃত বলে ঘোষণা উঠে আসে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
এ ঘটনায় ক্ষমা চেয়েছে ফেসবুক।
অনেকে এ ঘটনাকে আবার বাঁকা চোখে দেখছেন। ফেসবুকের মেমোরিয়াল ফিচারটির প্রচার করতে ফেসবুক কর্তৃপক্ষ এ ঘটনা ঘটিয়েছে বলে মনে করছেন অনেকেই। তথ্যসূত্র: এএফপি।