নতুন উইন্ডোজ ফোন আনছে এইচপি

এইচপি
এইচপি

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমচালিত নতুন একটি স্মার্টফোন আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ বাজারে ছাড়তে পারে এইচপি। এলিট এক্সথ্রি নামের ওই ফোন বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি। নতুন ফোনটিতে এন্টারপ্রাইজ গ্রাহকদের লক্ষ্য করে বাজারে আসবে। এলিট এক্সথ্রি ছাড়াও আরও একটি মডেলের স্মার্টফোন আগামী বছর বাজারে আনবে এইচপি।

প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ফোনএরেনার তথ্য অনুযায়ী, উইন্ডোজ ফোন বাজারে ছাড়তে মাইক্রোসফটের সঙ্গে জোটবদ্ধ হয়েছে এইচপি। গ্রাহকদের উইন্ডোজ ফোনে আকৃষ্ট করতে ফেব্রুয়ারিতে চমক রাখবে এইচপি। নতুন ফোন তৈরি ও বিক্রির দায়িত্ব এইচপির। মাইক্রোসফট শুধু অর্থায়ন আর প্রযুক্তি সরবরাহ করবে।

এলিটএক্সথ্রি স্মার্টফোনটিতে থাকবে ৫ দশমিক ৯৬ ইঞ্চি কিউএইচডি অ্যামোলেড ডিসপ্লে, গরিলা গ্লাস ৪। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসরযুক্ত ফোনটিতে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি বিল্টইন স্টোরেজ থাকবে। এর পেছনে ১৫ ও সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফোনটিতে বিশেষ নিরাপত্তা ফিচারও যুক্ত করবে এইচপি। তথ্যসূত্র: আইএএনএস