ই-কমার্স খাতে আর্থিক ও আউটসোর্সিং সহায়তার উদ্যোগ

যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের অর্থায়নে বিজনেস ফাইন্যান্স ফর দ্য পুর ইন বাংলাদেশ (বিএফপিবি), সিস্টেমস সল্যুশনস অ্যান্ড ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের (এসএসডিটেক) নেতৃত্বে একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করেছে। এসএসডিটেক, মাইন্ড ইনিশিয়েটিভস এবং ই-ক্যুরিয়ার একসঙ্গে ছোট ছোট ই-কমার্স প্রতিষ্ঠানের জন্য আর্থিক ও আউটসোর্সিং সহায়তা দেবে। সম্প্রতি ঢাকায় এসএসডি-টেকের কার্যালয়ে চুক্তিপত্র সম্পাদন করা হয়। চুক্তিপত্রে সই করেন বিএফপিবির পক্ষে নাথান অ্যাসোসিয়েটস লন্ডনের বুদ্ধিকা সামারাসিংহে ও এসএসডি টেকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান মেহেদী। এ সময় উপস্থিত ছিলেন বিএফপিবির দলনেতা ক্রিস অগাস্ট, এসএসডিটেকের চেয়ারম্যান মাহবুবুল মতিন, মাইন্ড ইনিশিয়েটিভসের পরিচালক মো. হারুন আল-রশিদ, ই-ক্যুরিয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপ্লব জি রাহুলসহ অনেকে।
বিজ্ঞপ্তি