কলকাতায় ইনফোকম মেলা শুরু

কলকাতায় গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভারতের ঐতিহ্যবাহী তথ্যপ্রযুক্তি মেলা ‘ইনফোকম ২০১৬’। কলকাতার একটি হোটেলে তিন দিনের এ মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিকস দপ্তরের মুখ্য সচিব তালিন কুমার। গতিময় উদ্ভাবনী প্রক্রিয়ায় পরিবর্তন এনে তথ্যপ্রযুক্তি শিল্পকে এগিয়ে নেওয়াকে এবারের মেলার মূল বিষয় হিসেবে ধরা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন এবিপি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ডিডি পুরকায়স্থ। এরিকসন গ্লোবাল সার্ভিসেস ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক অমিতাভ রায়, অধ্যাপক ব্রেট অনিত্রা গিলবার্ট, ভাস্কর ঘোষ, অধ্যাপক সুগত মিত্র প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বক্তারা তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ শিল্পকে এগিয়ে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
এবারের ইনফোকমে যোগ দিয়েছেন দেশ-বিদেশের ১ হাজার ২০০ প্রতিনিধি। মেলায় বিভিন্ন সেমিনারের ৫০টি অধিবেশনে অংশ নেবেন ১২০ জন বক্তা। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান থেকে যোগ দিয়েছেন ৩৫ জন প্রতিনিধি।