১০ কোটি ডলার দান করলেন শেরিল

শেরিল স্যান্ডবার্গ
শেরিল স্যান্ডবার্গ

দাতব্য কাজে ব্যয়ে ১০ কোটি মার্কিন ডলারের বেশি দান করলেন ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ। শেরিল স্যান্ডবার্গ অ্যান্ড ডেভ গোল্ডবার্গ ফ্যামিলি ফান্ডে যাবে।
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান বিশ্বের দুরারোগ্য রোগের চিকিৎসায় ৩০০ কোটি মার্কিন ডলার দানের ঘোষণার কয়েক মাসের মধ্যেই শেরিলের কাছ থেকে এ ঘোষণা এল।
এর আগে গত বছরের ডিসেম্বর মাসে মেয়ে ম্যাক্সিমার জন্মের সময় মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্যকাজে ব্যয় করার ঘোষণা দিয়েছিলে জাকারবার্গ।
শেরিলের দান করা অর্থ লিনইন নামের নারী ক্ষমতায়নে কাজ করে—এমন একটি অলাভজনক সংস্থা এবং ঘুরে দাঁড়ানো ব্যক্তিদের সাহায্যকারী অপশনবি নামের একটি সংস্থার তহবিল হিসেবে ব্যবহৃত হবে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে ৪৬ বছর বয়সী শেরিল ২০০৮ সালে প্রধান পরিচালনা কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৫ সালের ১ মে শেরিলের স্বামী ডেভ গোল্ডবার্গ আকস্মিকভাবে মারা যান। তাঁদের দুটি সন্তান। তথ্যসূত্র: রয়টার্স।