এক্সপ্লোরারেই কমান্ড

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের  উইন্ডোজ এক্সপ্লোরারে যোগ হয়েছে নতুন অনেক সুবিধা। এক্সপ্লোরার থেকে এখন চাইলেই Run-এর কাজগুলো করা যাবে। এ জন্য উইন্ডোজ এক্সপ্লোরার খুলে সেটির অ্যাড্রেসবারে যেকোনো রান কমান্ড লিখে এন্টার করলেই তা চালু হবে। কিছু প্রয়োজনীয় রান কমান্ড দেওয়া হলো এখানে:

lwrite—ওয়ার্ড প্যাড

losk—পর্দার কি-বোর্ড

lpaint—পেইন্ট অ্যাপ

lsndvol—ভলিউম কন্ট্রোলার

lstikynot—স্টিকি নোট

ltaskmgr—টাস্ক ম্যানেজার

lregedit—রেজিস্ট্রি এডিটর

lcontrol—কন্ট্রোল প্যানেল

lcmd—কমান্ড প্রম্পট উইন্ডো

lcalc—ক্যালকুলেটর অ্যাপ

lcleanmgr—ডিস্ক ক্লিনআপ ইউটিলিটি

lexplorer—নতুন এক্সপ্লোরার

lmsinfo32—সিস্টেম ইনফরমেশন টুল

ldevmgmt.msc—ডিভাইস ম্যানেজার

lwmplayer—উইন্ডোজ মিডিয়া প্লেয়ার

ldxdiag—ডাইরেক্টএক্স ডায়াগনস্টিক টুল

lsnippingtool—স্ক্রিনশট নেওয়ার অ্যাপ

lcompmgmt.msc—কম্পিউটার ম্যানেজমেন্ট কনসোল

রাকিবুল হাসান