সিইএসে নজরকাড়া ডেস্কটপ, ল্যাপটপ

>যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে চলছে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্যের মেলা কনজ্যুমার ইলেকট্রনিক শো (সিইএস) ২০১৭। চার দিনের এ মেলা শেষ হবে কাল ৮ জানুয়ারি। এরই মধ্যে মেলায় কিছু ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটার নজর কেড়েছে। সেসবের কয়েকটির তথ্য থাকছে এখানে।
.
.

এসার প্রিডেটর

২১ এক্স
গেম খেলার উপযোগী এই ল্যাপটপের পর্দা ২১ ইঞ্চি, বাঁকানো। তাতে রয়েছে চোখ অনুসরণ করার ক্যামেরা ও চারটি স্পিকার। ওজন ৮.৮ কেজি।

.
.

আসুস আরওজি জিটি৫১সিএইচ
আসুসের সাম্প্রতিক গেমিং ডেস্কটপ কম্পিউটারকে দানবের সঙ্গেই তুলনা করা যায়। এর ওজন ৫০ পাউন্ড, মানে ২২ কেজি। ইন্টেলের কোর আই-৭ ৭৭০০ কে প্রসেসরে চলে এটি। আছে জিফোস গ্রাফিকস কার্ড, ৮ গিগাবাইট ডিডিআর-৪ র্যাম, ২৫৬ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ, ডিভিডি বার্নার, ওয়াই-ফাই ইত্যাদি।

.
.

লেনেভো লেজিওন ওয়াই ৭২০
লেনেভো এই ল্যাপটপের মাধ্যমে তাদের ওয়াই সিরিজের গেমিং ল্যাপটপকে পুনরুজ্জীবিত করতে চায়। এটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ডলবি সাউন্ড।
দাম ১,৩৯৯ ডলার।

.
.

এইচপি এনভি কার্ভড
এআইও ৩৪
মার্জিত নকশায় একসঙ্গে সব কিছু রয়েছে এই ডেস্কটপ কম্পিউটারে। এতে রয়েছে ৩৪ ইঞ্চির বাঁকানো পর্দা। এর শব্দ ব্যবস্থাও ভালো।

.
.

ডেল ইন্সপাইরন ১৫ ৭০০০
এই গেমিং ল্যাপটপটি মূলত দামের জন্য বেশি নজর কেড়েছে। চার্জও টিকে অনেকক্ষণ। দাম পড়বে ৮০০ ডলার।
সূত্র: সিনেট