স্মার্টফোন বাজারে ছাড়ল ড্যাফোডিল

তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড (ডিসিএল) সাশ্রয়ী মোবাইল ফোন নিয়ে এসেছে বাজারে। গতকাল বৃস্পতিবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিসিএল ব্র্যান্ডের মোবাইল ফোন বাজারজাতকরণ উদ্বোধন করেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। এ সময় তিনি বলেন, ‘আমি মনে করি ডিসিএল সাধ্যের মধ্যে ক্রেতাদের হাতে ভালো মোবাইল ফোন তুলে দেবে।’
সংবাদ সম্মেলনে বিভিন্ন মডেলের বৈশিষ্ট্য তুলে ধরেন ডিসিএল মোবাইল বিভাগের প্রধান মো. তৌফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মোট ৮টি মডেলের ফিচার ও স্মার্টফোন বাজারে আসছে। ফিচার ফোনগুলো ৭৬০ থেকে ১,৬০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এর মধ্যে ই১০, ডি১০ ও সি১০ আগামী রোববার থেকে বাজারে পাওয়া যাবে। তবে স্মার্টফোনগুলো দামের ক্ষেত্রে বলতে পারি, বাজারে যেসব স্মার্টফোনগুলো আছে তাদের মাঝামাঝি দামে ডিসিএলের স্মাটফোনগুলো বাজারে পাওয়া যাবে। আগামী মাসে আশা করি স্মার্টফোনগুলো বাজারে পাওয়া যাবে।’
সারা দেশে মোবাইল ফোন বিক্রয়কেন্দ্রে একযোগে ডিসিএল ব্র্যান্ডের মোবাইল ও এর সেবা পাওয়া যাবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের কোম্পানি সচিব মনির হোসেন, মহাব্যবস্থাপক জাফর এ পাটোয়ারীসহ অনেকে।