ব্র্যাকাথনে নিবন্ধনের সুযোগ

ব্র্যাকাথন
ব্র্যাকাথন

ব্র্যাকের আয়োজনে ৩৬ ঘণ্টার ম্যারাথন কোডিং প্রতিযোগিতা ব্র্যাকাথন অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় নিবন্ধনের সুযোগ রয়েছে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
ব্র্যাকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্র্যাকাথন হচ্ছে কোডারদের জন্য সামাজিক বিষয়াদি নিয়ে কোডের একটি প্ল্যাটফর্ম। নির্দিষ্ট সমস্যা সমাধানে দরকারি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরিতে লড়তে হয় প্রতিযোগীদের। প্রতিযোগীদের প্রস্তাবের প্রভাব, উদ্ভাবন, কার্যকারিতা ও মান বিচারে বিজয়ী ঘোষণা করা হবে। বিজয়ীকে পাঁচ হাজার ডলার ও অ্যাপ্লিকেশন উন্নয়নে ছয় মাস সময় দেওয়া হবে। বিস্তারিত জানা যাবে http://bracathon. brac. net/লিংক থেকে।