সিলেটে হাইস্কুল প্রোগ্রামিং প্রশিক্ষণ শুরু

সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গতকাল শনিবার শুরু হয়েছে কম্পিউটার প্রোগ্রামিং প্রশিক্ষণ। স্কুল কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের ১০ শিক্ষার্থী প্রোগ্রামিং প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এতে ওই স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

গতকাল শনিবার দুপুরে প্রশিক্ষণ শুরুর আগে প্রতিষ্ঠানটির মিলনায়তন কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন গভর্নিং বডির চেয়ারম্যান ও বিজিবি সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল্লাহ আল মামুন ও অধ্যক্ষ মো. ফয়জুল হক। এ সময় সিলিকন আইটির সফটওয়্যার প্রকৌশলী ফারহানা নওরীন, প্রথম জাতীয় গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের সদস্যসহ শাবিপ্রবির সিএসই বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।