তথ্যপ্রযুক্তি খাতে চাকরির জন্য পোর্টাল

তথ্যপ্রযুক্তি খাতে চাকরির প্ল্যাটফর্ম হিসেবে বিডিস্কিলস ডটকম নামের একটি ওয়েবসাইট চালু হয়েছে। সরকারের লিভারেজিং আইসিটি (এলআইসিটি) প্রকল্পের অধীনে এ সাইটটি চালু হয়েছে।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলনায়তনে ‘ঢাকা আইটি-আইটিএস জব ফেয়ার-২০১৭’ উপলক্ষে এ সাইটটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

এলআইসিটি, আইবিএ, বিক্রয়ডটকম ও আর্নস্ট অ্যান্ড ইয়াং যৌথভাবে তথ্যপ্রযুক্তি দক্ষদের জন্য এ চাকরি মেলার আয়োজন করে। এতে ৫০ টির বেশি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলা উপলক্ষে ১০ হাজারের প্রার্থী চাকরির জন্য অনলাইনে নিবন্ধন করেন।

জুনাইদ আহমেদ বলেন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণপ্রাপ্তদের দক্ষতা অনুযায়ী কাজের সুযোগ দিতে এলআইসিটি প্রকল্পের অধীনে বিডিস্কিলস (http://bdskills.com) তৈরি হয়েছে। চাকরিপ্রার্থী ও চাকরিদাতাদের জন্য সমানভাবে কার্যকর হবে এটি। সঠিক কর্মী নির্বাচন যেমন সহজ হবে তেমনি সময়ও বাঁচবে। বিজ্ঞপ্তি।