ইয়াহু মেইল অ্যাপে নতুন ফিচার

ইয়াহু মেইল অ্যাপ
ইয়াহু মেইল অ্যাপ

ইয়াহু মেইল অ্যাপে ‘কলার আইডি’ ও ‘ফটো আপলোড’ ফিচার যুক্ত করেছে ইয়াহু কর্তৃপক্ষ। এতে ইয়াহু মেইল অ্যাপ্লিকেশন ব্যবহারকারী তাঁদের মেইল কন্টাক্ট থেকে কেউ কল করলে তা শনাক্ত করতে পারবেন। এ ছাড়া ফোনের ক্যামেরা থেকে ছবি আপলোড করতে পারবেন। অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে হালনাগাদ ইয়াহু মেইল অ্যাপ ব্যবহার করে এ ফিচার পাওয়া যাবে।

ইয়াহু কর্তৃপক্ষের ভাষ্য, কলার আইডি ফিচারটি যুক্ত হওয়াতে স্মার্টফোনে কলদাতার ফোন নম্বর সংরক্ষিত না থাকলেও পরিচয় জানা যাবে। ইয়াহু মেইল অ্যাপটি মেইল থেকে কন্টাক্টের তথ্য দেখাবে। কলদাতা কল করলে তাঁর নাম উঠে আসবে এবং কল হিস্ট্রিতে ইয়াহু মেইল ওই নাম হালনাগাদ করে রাখবে। এই ফিচারটি চালু করতে সেটিংসে গিয়ে ফোন অপশনে যেতে হবে। তথ্যসূত্র: আইএএনএস।