দুর্বল নেটওয়ার্কের জন্য গুগলের সেবা

গুগল ফটোজ
গুগল ফটোজ

যেসব দেশে ইন্টারনেট ধীরগতির, সেখানে সেবা ও অ্যাপগুলো আরও উন্নত করছে গুগল। ফটোজ অ্যাপটিকে হালনাগাদ করেছে প্রতিষ্ঠানটি। এতে টুজি সংযোগেও স্মার্টফোনে তোলা ছবি ব্যাকআপ বা ক্লাউডে সংরক্ষণ করে রাখা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত যন্ত্রে এ সুবিধা পাওয়া যাবে।
গুগল কর্তৃপক্ষ দাবি করেছে, হালানাগাদ সংস্করণটির পর স্মার্টফোনে তোলা ছবি স্বয়ংক্রিয়ভাবে লাইটওয়েট প্রিভিউ কোয়ালিটি হিসেবে সংরক্ষিত হবে। স্মার্টফোনে এ ছবি সুন্দর দেখাবে। তবে ওই ডিভাইসটি ওয়াই-ফাই বা ভালো গতির ইন্টারনেট সংযোগের আওতায় এলে ওই হালকা ছবির বদলে উচ্চমান সম্পন্ন ছবি যুক্ত হবে।ফটোজ অ্যাপটি ছাড়াও ডুয়ো ও অ্যালো অ্যাপটির হালনাগাদ এনেছে গুগল। এই দুটি অ্যাপ দিয়ে এখন কম গতির নেটওয়ার্কে যোগাযোগ করা যাবে। ডুয়ো অ্যাপটি দিয়ে কমগতির নেটওয়ার্কে অডিও কল করা যাবে। এ ছাড়া নানা ফরম্যাটের ডকুমেন্ট শেয়ার করার সুবিধা আসছে এতে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।