আইফোন ৮ এর ছবি ফাঁস!

সম্ভাব্য আইফোন ৮-এর নকশা টুইটারে পোস্ট করেছেন এক প্রকৌশলী।
সম্ভাব্য আইফোন ৮-এর নকশা টুইটারে পোস্ট করেছেন এক প্রকৌশলী।

আইফোন ৮ বাজারে আসতে এখনো পাঁচ মাস বাকি কিন্তু ফোনটি ঘিরে গুঞ্জন কমছেই না। ফোনটির সবচেয়ে আলোচিত ফিচার হচ্ছে এর স্ক্রিন। বেজেলহীন স্ক্রিন হওয়াতে হোম বাটন, ভলিউম কন্ট্রোল, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের অবস্থান নিয়ে নানা গুঞ্জন রয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে। 

গত বুধবার মেলবোর্নভিত্তিক প্রকৌশলী সনি ডিকসন আইফোনের কারিগরি নকশার একটি ছবি টুইট করেন। ওই নকশা অনুসারে, অ্যাপলের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অবস্থান হবে ফোনটির পেছন দিকে আইফোনের লোগোর নিচে।
ডিকসনের মতে, ডুয়াল ভার্টিকাল ক্যামেরা থাকছে আইফোন ৮-এ। পেছন দিকে টাচ আইডি সেন্সর থাকার বিষয়টি আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তনের কথা বলে।
ফোনের তথ্য ফাঁস করার ক্ষেত্রে ডিকসন ইতিমধ্যে পরিচিত হয়ে উঠেছেন। অনেক সংবাদ মাধ্যমে তাঁর উদ্ধৃতিতে খবর প্রকাশ করে।
ডিকসন বলেছেন, এই ইলাস্ট্রেশনের সত্যতা পঞ্চাশ ভাগ। অ্যাপলের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। ওই ফোনের নিচের দিকে লাইটনিং বা ইউএসবি সি কানেকটিভিটি থাকতে পারে। এতে হেডফোন জ্যাক থাকবে কি না, তা বোঝা যায় না।
আইফোন ৮-এর ফাঁস হওয়া নকশা নিয়ে প্রযুক্তি বিশ্বে আলোচনা শুরু হয়ে গেছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজিআরের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফাঁস হওয়া আইফোনের নকশাটি সবার পছন্দ হবে না। এটি অনেকটাই আইফোন ৫-এর প্রসারিত সংস্করণের মতো। অবশ্য এটি আসল নকশা না হতে পারে। এ ছাড়া আইফোন ৮-এর কয়েকটি নকশা নিয়ে কাজ করছে অ্যাপল। তথ্যসূত্র: বিজিআর, সিডনি মর্নিং হেরাল্ড।