রাজধানীতে ফেসবুকের এফ ৮ মিট আপ

গ্রামীণফোনের ডিজিটাল ব্যবসায় উদ্যোক্তাদের সংগঠন হোয়াইট বোর্ড এবং ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকার যৌথ উদ্যোগে ১৯ এপ্রিল রাজধানীর জিপি হাউসে অনুষ্ঠিত হয়েছে ফেসবুকের ‘এফ ৮ মিট-আপ’। ১৮ ও ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান হোসেতে অনুষ্ঠিত ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ৮’-এর সঙ্গে মিল রেখে ঢাকায় এই আয়োজন করা হয়। শুরুতে হোয়াইট বোর্ড নিয়ে কথা বলেন গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান বিশেষজ্ঞ আহসান আহমেদ চৌধুরী। এরপর ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের ধারণ করা একটি বক্তৃতা দেখানো হয়। বক্তৃতায় ফেসবুকের কিছু নতুন সুবিধার ঘোষণা দেন মার্ক।
মূল বক্তৃতার উপস্থাপনের পর এআই ও বটস নিয়ে কথা বলেন ফেসবুক ডেভেলপার সার্কেল ঢাকার প্রধান আরিফ নিজামী এবং সোচিয়ানের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর সৌরভ। এরপর দ্য ডেইলি স্টার-এর মেসেঞ্জার বটের ব্যবহার নিয়ে কেস স্টাডি পরিচালনা করেন সংবাদমাধ্যমটির বিপণনপ্রধান তাজদীন হাসান।
বিজ্ঞপ্তি